গ্রেপ্তারের ভয় দেখিয়ে ঘুষ নেন এসআই, জানাজানি হলে প্রত্যাহার

পল্লী বিদ্যুৎ সমিতির করা একটি মামলায় গ্রেপ্তারের ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ১৬ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে নোয়াখালীর চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। আজ সোমবার দুপুরে পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নির্দেশে তাঁর বিরুদ্ধে ওই ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চর জুবলী ইউনিয়নের বাসিন্দা ব্যবসায়ী ওয়াসিম মিয়ার (৫০) কাছে পাওনা ১৯ হাজার ৪৫৬ টাকার বিলের জন্য তাঁর বিরুদ্ধে মামলা করে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সুবর্ণচর আঞ্চলিক কার্যালয়। মামলায় গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি জানার আগেই গতকাল রোববার বিদ্যুৎ অফিসে গিয়ে বিল পরিশোধ করেন তিনি। বিকেলে তাঁর বাড়িতে হাজির হন এসআই রফিকুল ইসলাম। তখন তাঁকে বিল পরিশোধের বিষয়টি জানানো হয়। কিন্তু তিনি তাতে কর্ণপাত না করে আসামি ওয়াসিমকে গ্রেপ্তারের হুমকি দেন। একপর্যায়ে ওয়াসিমের পরিবারের কাছ থেকে ১৬ হাজার টাকা নিয়ে থানায় ফিরে যান। সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়।

ওয়াসিম মিয়ার মেয়ের জামাতা আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘গতকাল তিনি বিলের টাকা পরিশোধ করেন। এরই মধ্যে বিকেলে মামলার পরোয়ানা নিয়ে আমার শ্বশুর ওয়াসিম মিয়াকে গ্রেপ্তার করতে যান এসআই রফিক। পরে তিনি সব শুনে ৩০ হাজার টাকা দাবি করেন। অন্যথায় আসামিকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নেওয়ার ভয় দেখান। পরে ১৬ হাজার টাকা ঘুষ নিয়ে এসআই রফিক থানায় ফেরত যান।’

জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের ভয় দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় অভিযুক্ত এসআইকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।