ত্রিশালে মাটি খুঁড়ে বের করা লাশগুলো মা ও দুই শিশুর

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার একটি ঝোপ থেকে মাটিচাপা দেওয়া তিনটি লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল বিকেলে উপজেলার কাকচর গ্রামে।ছবি: প্রথম আলো

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মাটি খুঁড়ে উদ্ধার করা তিন লাশের পরিচয় মিলেছে। তাঁরা হলেন আমেনা খাতুন (২৫), তাঁর চার বছর বয়সী ছেলে আবু বক্কর ও দুই বছর বয়সী শিশু আনাস। আজ বুধবার এ তথ্য জানিয়েছে পুলিশ।


এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে কাকচর নয়াপাড়া গ্রামের একটি ঝোপের আড়ালে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ওই তিনজনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আমেনার পরিবারের পক্ষ থেকে গতকাল ত্রিশাল থানায় একটি মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, ওই স্থানে মাটির নিচ থেকে মানুষের একটি হাড় বের হওয়া দেখেন স্থানীয় কয়েকজন। ধারণা করা হচ্ছে, শিয়াল বা অন্য কোনো পশু টেনে বের করেছে লাশের শরীরের একাংশ। স্থানীয় লোকজন বিষয়টি দেখার পর পুলিশকে খবর দেন। পরে গতকাল বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে। উদ্ধারের পর আজ তাঁদের পরিচয় শনাক্ত করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আনুমানিক ছয় বছর আগে মামাতো ভাই আলী হোসেনের সঙ্গে বিয়ে হয় আমেনার। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। আলী তেমন কোনো কাজ করতেন না। এসব নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সম্প্রতি একটি এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ নিয়ে দুজনের মধ্যে আবার ঝগড়া হয়। পরে ওই রাতেই আলী হোসেন ঢাকায় গিয়ে কাজ করার কথা বলে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হন। এর পর থেকে আলী হোসেন ও আমেনার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে আলী হোসেন স্ত্রী-সন্তানদের হত্যার পর মাটিচাপা দিয়ে পালিয়ে গেছেন। আলী হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন