চালকের লাশ পড়ে ছিল বাঁশঝাড়ে, মিলছে না অটোরিকশা

হত্যা
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় রিফাত ইসলাম (২০) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশার চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার রুহিয়া থানার ঘুরনগাছ চারপুকুর এলাকায় একটি বাঁশঝাড় থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়। তবে তাঁর রিকশার সন্ধান পাওয়া যায়নি।

রিফাত ইসলাম ঠাকুরগাঁও পৌর শহরের সেনুয়াহাট এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিকশা চালিয়ে সংসার চালাতেন রিফাত ইসলাম। প্রতিদিনের মতো গতকাল সোমবার সকালে রিকশা নিয়ে বের হন তিনি। রাতে বাড়ি না ফেরায় খুঁজতে শুরু করেন স্বজনেরা। আজ সকাল সাড়ে ছয়টার দিকে রুহিয়া এলাকার ঘুরনগাছ চারপুকুরের পাশে একটি বাঁশঝাড়ে একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর দিলে তাঁর লাশ উদ্ধার করা হয়। তবে তাঁর ব্যাটারিচালিত রিকশাটি পাওয়া যায়নি। এলাকাবাসীর ধারণা, রিকশাটি ছিনতাইয়ের জন্য চালক রিফাতকে হত্যা করা হয়েছে।

রিফাতের স্ত্রী আশা মণি বলেন, গতকাল সকালে রিকশা নিয়ে বের হয়েছিলেন রিফাত। সন্ধ্যা সাতটার দিকে তাঁর সঙ্গে সবশেষ কথা হয়। এরপর আর যোগাযোগ হয়নি।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, রিকশাটি ছিনতাইয়ের জন্য গতকাল রাতে এ ঘটনা ঘটেছে। তাঁর পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে।