কুমিল্লা শিক্ষা বোর্ডে টানা পাঁচ বছর পাসের হারে ও জিপিএ-৫–এ এগিয়ে মেয়েরা

কুমিল্লা শিক্ষা বোর্ড
ফাইল ছবি

কুমিল্লা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫–এ মেয়েরা এগিয়ে। পাঁচ বছর ধরে মেয়েরা এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫–এ এগিয়ে। তবে গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে। বেড়েছে জিপিএ-৫–এর সংখ্যা। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় ফল ঘোষণা করা হলে এসব তথ্য জানা যায়।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নেন ৮৫ হাজার ৮৮০ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৭৭ হাজার ৯০৭ জন, পাসের হার ৯০ দশমিক ৭২। মেয়েদের পাসের হার ৯১ দশমিক ৩৯, ছেলেদের পাসের হার ৮৯ দশমিক ৮৪। এ বোর্ডে জিপিএ–৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন। এর মধ্যে মেয়ে ৯ হাজার ৩০৭ জন, ছেলে ৫ হাজার ৬৮৪ জন।

বিজ্ঞানে মেয়েদের পাসের হার ৯৫ দশমিক ৯৯, ছেলেদের ৯৫ দশমিক ৫৯। মানবিকে মেয়েদের পাসের হার ৮৯ দশমিক ৩২, ছেলেদের ৮৪ দশমিক ৯৯। ব্যবসায় শিক্ষা শাখায় মেয়েদের পাসের হার ৯২ দশমিক ৯, ছেলেদের ৯০ দশমিক ৩২। জিপিএ–৫–এর ক্ষেত্রে বিজ্ঞানে মেয়েরা জিপিএ–৫ পেয়েছেন ৪ হাজার ৮০৫ জন, ছেলে ৪ হাজার ১৬২ জন। মানবিকে মেয়েরা ২ হাজার ৮৬৪ জন ও ছেলে ৫৭৯ জন জিপিএ-৫ পেয়েছেন। ব্যবসায় শিক্ষা শাখায় মেয়েরা জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬৩৮ জন ও ছেলে ৯৪৩ জন।

মেয়েদের ভালো ফল করা বিষয়ে কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হাসনাত আনোয়ার উদ্দীন বলেন, মেয়েরা পড়াশোনায় সিরিয়াস ছিল। সময়টা কাজে লাগিয়েছে। ওরা মুঠোফোনের ব্যবহার কম করেছে। অযথা বাইরে আড্ডা ও ঘোরাঘুরি কম করেছে। এ কারণে ওরা সংখ্যায় ও মানে ভালো করেছে। অর্থাৎ পাসের হার ও জিপিএ-৫ ভালো ফল করেছে। সরকারের উপবৃত্তি কার্যক্রম মেয়েদের পড়াশোনায় উৎসাহ জুগিয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডে পাঁচ বছর ধরে পাসের হারে ও জিপিএ–৫ মেয়েরা ভালো ফল করেছেন। ২০১৮ সালে মেয়েদের পাসের হার ৬৭ দশমিক শূন্য ৮, ছেলেদের পাসের হার ৬৩ দশমিক ৪৯। জিপিএ–৫ পেয়েছেন ৪৮৩ জন মেয়ে ও ৪৬১ জন ছেলে। ২০১৯ সালে মেয়েদের পাসের হার ৭৮ দশমিক ২৭, ছেলেদের পাসের হার ৭৭ দশমিক ১২। ওই বছর জিপিএ–৫ পাওয়া মেয়ের সংখ্যা ১ হাজার ৩৮৪, ছেলের সংখ্যা ৯৯১। ২০২০ সালে করোনাভাইরাস সংক্রমণের কারণে অটোপাস পদ্ধতিতে মেয়ে ও ছেলেদের পাসের হার শতভাগ। তবে ওই বছর জিপিএ–৫ পেয়েছেন ৫ হাজার ৩৮৬ জন মেয়ে ও ৩ হাজার ৯৭৮ জন ছেলে। ২০২১ সালে মেয়েদের পাসের হার ৯৭ দশমিক ৮৯, ছেলেদের ৯৭। গত বছর মেয়েরা জিপিএ–৫ পেয়েছেন ৮ হাজার ৭৫৭ জন, ছেলে ৫ হাজার ৩৯৬ জন।

গতবারের চেয়ে এ বছর পাসের হার কমেছে ৬ দশমিক ৭৭ শতাংশ। এ বছর জিপিএ–৫ বেড়েছে ৮৩৮টি। গত বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৯৭ দশমিক ৪৯। জিপিএ–৫ পেয়েছিলেন ১৪ হাজার ১৫৩ জন।

এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জামাল নাছের বলেন, ‘সার্বিক ফলে আমি সন্তুষ্ট। মেয়েরা পড়াশোনায় আন্তরিক। সরকারের নারীবান্ধব শিক্ষানীতি শহর ও গ্রামের মেয়েদের পড়াশোনায় দারুণভাবে আকৃষ্ট করেছে।’