স্বৈরাচারের লুটপাটের বাজেট বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারের বাজেট করেন: আমীর খসরু

‘খুলনা বিভাগের অর্থনীতি পুনরুদ্ধারে রাজনৈতিক অঙ্গীকার’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ মঙ্গলবার সকালেছবি: প্রথম আলো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘স্বৈরাচারী সরকারের বাজেট বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারের বাজেট করেন। স্বৈরাচারী সরকারের লুটপাটের লক্ষ হাজার কোটি টাকার বাজেট ছিল। সেই বাজেট তো আপনারা এখন করতে পারবেন না। সরকারের পাঁচ মাস তো হলো। এখনো অন্তর্বর্তী সরকারের বাজেট করেন।’

আজ মঙ্গলবার সকালে ‘খুলনা বিভাগের অর্থনীতি পুনরুদ্ধারে রাজনৈতিক অঙ্গীকার’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে শহরের একটি অভিজাত হোটেলে এ মতবিনিময় সভা হয়।

সংস্কারের জন্য বিএনপির কারও কাছ থেকে ছবক নেওয়ার প্রয়োজন নেই উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘সংস্কারের ব্যাপারে বিএনপি সবচেয়ে বেশি উৎসাহী। দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না—এসব প্রস্তাব আমরা ছয় বছর আগেই দিয়েছি। সুতরাং সংস্কার বিএনপির জন্য নতুন কিছু না। বিএনপির কারও কাছ থেকে সংস্কারের ছবক নিতে হবে না। আমরা জাতীয় সরকার গঠন করে ৩১ দফা সংস্কার করব। সংস্কারের জন্য রাজনৈতিক ঐকমত্যের দরকার হয়। জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সংস্কার টেকসই ও গ্রহণযোগ্য হবে না। যেসব বিষয়ে জাতীয় ঐকমত্য আছে, সে বিষয়গুলো সংস্কার করুন।’

১০৯টি পণ্যে নতুন করারোপের তীব্র সমালোচনা করে আমীর খসরু বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতেই আপনারা ১০৯টি পণ্যে কর ও ভ্যাট আরোপ করেছেন। দ্রব্যমূল্যের কারণে মানুষের নাভিশ্বাস উঠছে। মধ্যবিত্তদেরও টিসিবির লাইনে দাঁড়াতে হচ্ছে। নতুন কর ভ্যাট আরোপে কত মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাবে চিন্তা করতে পারবেন না। সেখান থেকে মানুষকে তুলে আনতে সরকারকে বহু গুণ খরচ করতে হবে। সুতরাং নতুন এই কর ও ভ্যাট প্রত্যাহার করুন।’