রাবিতে সাইকেল চোর ধরতে বিলবোর্ড-ফেস্টুন টাঙাল প্রশাসন

সাইকেল চোর ধরতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে আজ বিলবোর্ড–ফেস্টুন লাগিয়েছে প্রশাসন
ছবি: প্রথম আলো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাইকেল চোর ধরতে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে চোরদের ছবিসহ বিলবোর্ড–ফেস্টুন টাঙিয়েছে প্রশাসন। আজ বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১০টি পয়েন্টে ফেস্টুনগুলো টাঙানো হয়েছে।

ফেস্টুনে লেখা আছে, ‘চিহ্নিত সাইকেল চোর, এদের ধরিয়ে দিন।’ সঙ্গে সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ছবিও সংযুক্ত করা হয়েছে। ছবিতে তারা সাইকেল চালিয়ে, হেঁটে নিয়ে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত পাঁচ-ছয় মাসে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের অন্তত ১০টি সাইকেল চুরি গেছে। একাধিক তালা দিয়েও চুরি ঠেকানো যাচ্ছে না। ক্যাম্পাসে সিসিটিভি লাগানো থাকলেও চোর ধরা যাচ্ছে না। প্রায়ই সাইকেল চুরির অভিযোগ যাচ্ছে প্রক্টর দপ্তরে। তাই চোর ধরতে এবার গাছে গাছে ফেস্টুন লাগানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, কাজলা গেট, টুকিটাকি চত্বর, প্যারিস রোড, পরিবহন মার্কেট, শহীদুল্লাহ একাডেমিক ভবন, সিরাজী ভবনসহ ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এসব ফেস্টুন ও বিলবোর্ড লাগানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক প্রথম আলোকে বলেন, ক্যাম্পাসে সাইকেল চুরি বেড়ে গেছে। তাঁরা সিসিটিভি ফুটেজে দেখতে পান, শিক্ষার্থীদের মতো করে আসা একদল ব্যক্তি এ কাজ করে যাচ্ছে। তাদের ধরতে তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন। এতে ওই ব্যক্তিরা ক্যাম্পাসে আসা বন্ধ করে দেবে, না হয় শিক্ষার্থী বা অন্যরা চেহারার মিল পেয়ে ধরে ফেলবেন।