মোটরসাইকেলের ওপর দিয়ে চলে গেল ট্রাক, তিন বন্ধু নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ফরিদপুরের মধুখালীতে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে একটি মোটরসাইকেল মহাসড়কে ছিটকে পড়ে। এরপর ওই মোটরসাইকেলকে চাপা দেয় একটি ট্রাক। এতে ওই মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু মারা যান। মঙ্গলবার রাত আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া তিনজন মধুখালী উপজেলা বাগাট ইউনিয়নের বিশ্বাসপাড়ার বাসিন্দা। তাঁরা হলেন ওই এলাকার মজিবর সরদারের ছেলে হুসাইন সরদার (২০), ইদ্রিস বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস (২১) ও বাদশা বিশ্বাসের ছেলে জোবায়ের বিশ্বাস (২০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান খান প্রথম আলোকে বলেন, ঝড়ে সড়কের পাশের একটি গাছের ডাল ভেঙে সড়কের ওপর পড়ে ছিল।

মঙ্গলবার রাতে তিন বন্ধু  হুসাইন সরদার, নাহিদ বিশ্বাস ও জোবায়ের বিশ্বাস মোটরসাইকেল নিয়ে কামারখালী থেকে বাগাট আসছিলেন। পথে সড়কের ওপর পড়ে থাকা ওই গাছের ডালের সঙ্গে থাক্কা খেয়ে মোটরসাইকেলটি  ছিটকে সড়কের ওপর পড়ে যায়। ওই সময় মাগুরামুখী একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে চলে গেলে যায়। পরে এলাকাবাসী ওই তিন তরুণকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর জানান, ওই তিন তরুণের মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।