মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশার অপর দুই যাত্রী। গতকাল রোববার রাতে উপজেলার বাংলাবাজার এলাকার রবিরবাজার-টিলাগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন অটোরিকশার চালক মহরম মিয়া (৫০) ও অটোরিকশার যাত্রী লিয়াকত আলী (৬০)। নিহত মহরম কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের মোবারকপুর গ্রামের বাসিন্দা। আর নিহত লিয়াকত একই ইউনিয়নের লহরাজপুর গ্রামের বাসিন্দা। আহত দুই যাত্রী হলেন টিলাগাঁওয়ের আশ্রয় গ্রামের কামরান (৩৪) ও বাগৃহাল গ্রামের সাইফুল (৪২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে নয়টার দিকে রবিরবাজার থেকে যাত্রীবাহী অটোরিকশাটি টিলাগাঁও বাজারের দিকে যাচ্ছিল। পথে বাংলাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খালি ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি এবং ঘটনাস্থলেই মারা যান অটোরিকশাচালক মহরম মিয়া ও যাত্রী লিয়াকত আলী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আহত দুই যাত্রী কামরান ও সাইফুলকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে দুজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আজ সোমবার সকাল নয়টার দিকে মুঠোফোনে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুছ ছালেক বলেন, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।