পাহাড় কাটার দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

চট্টগ্রাম নগরের আকবর শাহের বেলতলীঘোনা এলাকায় ব্যাপকভাবে পাহাড় কাটা হয়েছে
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের আকবর শাহের বেলতলীঘোনা এলাকায় পাহাড় কাটার দায়ে মো. শাহজাহান (৪০) নামের এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। অভিযানে পাহাড় কাটায় ব্যবহৃত খননযন্ত্র জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক। তিনি বলেন, সড়ক নির্মাণের জন্য বেলতলীঘোনায় ব্যাপক পাহাড় কাটা হয়েছে। পাহাড় কাটার সময় অভিযান চালিয়ে একজনকে আটক করে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ একর আয়তনের পাহাড়টি অগ্রণী ব্যাংক অফিসার্স কো–অপারেটিভ হাউজিং সোসাইটির নামে রেকর্ড করা।

অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহমেদ, আকবর শাহ থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) রায়হান উদ্দিন। পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।