দিনাজপুরে ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা
দিনাজপুরে খড়বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে নয়টায় সদর উপজেলার শশরা ইউনিয়নের দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের জালিয়াপাড়া সিয়াম পেট্রলপাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পেছন থেকে আগুন লাগায় গাড়ির তেমন ক্ষয়ক্ষতি না হলেও পুড়ে গেছে ট্রাকে থাকা খড়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন।
ট্রাকচালকের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বারইগ্রামে। তিনি বলেন, ‘রোববার বিকেলে দিনাজপুরের কাহারোল উপজেলার বলেয়া বাজার এলাকায় ট্রাকে খড় লোড করা হয়েছে। রাত আটটায় সেখান থেকে খড় নিয়ে ময়মনসিংহের ভালুকার উদ্দেশ্যে রওনা করেছি। সঙ্গে আমার সহকারী আছেন। গাড়িতে পেছন থেকে প্রথমে হয়তো পেট্রল ছিটিয়ে দিয়েছেন। পরে আগুন লাগিয়ে দিয়ে মোটরসাইকেল ঘুরিয়ে পালিয়ে গেছেন। আশপাশে রাস্তার মানুষের চিৎকার শুনে গাড়ি থামাই। নেমে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে।’
আগুন নেভাতে স্থানীয়রা সহযোগিতা করেছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও আসেন। গাড়ির মাল পুড়ে গেলে এলাকার লোকজনের সহযোগিতায় গাড়ির তেমন ক্ষতি হয়নি।
জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন বলেন, ‘ঘটনা জানতে পেরে ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হই। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন।’ তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, ট্রাকের পেছন থেকে খড়ের মধ্যে প্রথমে দাহ্য পদার্থ ছিটিয়ে দেওয়া হয়েছে, পরে আগুন লাগিয়ে দিয়ে মোটরসাইকেল উল্টো ঘুরিয়ে পালিয়েছেন দুর্বৃত্তরা। আমরা এখনো ঘটনাস্থলেই আছি। এ ব্যাপারে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর কাহারোল উপজেলার মোহাম্মদপুর এলাকায় একটি এবং গত শনিবার দিবাগত রাতে একই উপজেলার রামপুরের ভাদগাঁও সেতুসংলগ্ন এলাকায় একটি ধানবোঝাই ট্রাকে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা।