খাসির দাম হাঁকানো হচ্ছে ৮০ হাজার টাকা
ভারতের তোতাপুরী জাতের একটি খাসি। কোরবানি উপলক্ষে বিক্রির জন্য মালিক খাসিটির দাম হাঁকছেন ৮০ হাজার টাকা। উৎসুক লোকজন খাসিটি দেখতে হাটে ভিড় করেছেন। গতকাল বুধবার জয়পুরহাটের আক্কেলপুরে কলেজহাটের পশুর হাটে খাসিটি আনা হয়। এটি হাটের মধ্যে সবচেয়ে বড় খাসি।
খাসিটির মালিক আবদুল মোমিন। তিনি আক্কেলপুর পৌর শহরের মণ্ডলপাড়া মহল্লার বাসিন্দা। তিনি দাবি করলেন, খাসিটির ওজন ৮২ কেজি। হাটের ইজারাদারের প্রতিনিধি ফেরদৌস হোসেনও দাবি করেন, খাসির ওজন ৮২ কেজি। তবে ওজনের বিষয়টি প্রথম আলো আলাদাভাবে পরীক্ষা করতে পারেনি।
কলেজহাটের পশুর হাটে গিয়ে দেখা গেছে, খাসিটি দেখতে অনেকে ভিড় করেছেন। খাসির মালিক আবদুল মোমিন বলেন, তিনি দুই বছর আগে নাটোরের তেমারিয়া হাট থেকে সাড়ে ৯ হাজার টাকায় তোতাপুরী জাতের খাসি কিনে এনেছিলেন। বাড়িতে লালন-পালন করে খাসিটি বড় করেছেন। খাসিটিকে তিনি ভাত, খড় ও ভুসি খাওয়ান। তাঁর চাওয়া ৮০ হাজার টাকার বিপরীতে এখন পর্যন্ত দাম ওঠেছে ৬৫ হাজার টাকা। তবে তিনি ৮০ হাজার টাকার কমে খাসিটি বিক্রি করবেন না।
আক্কেলপুর চৌধুরীপাড়া মহল্লার বাসিন্দা রানা চৌধুরী বলেন, হাটে এসে বড় খাসি দেখে ভালোই লাগল।