ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফর উল্যাহ তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর উদ্দেশে বলেছেন, ‘খোলা মাঠে গোল দিবা, তা হবে না। আমার জান থাকা পর্যন্ত গরিবের হক খাওয়ার দিন তোমার শেষ। হয় জিতব, নইলে এখানে মরব, মাঝামাঝি ঝুলব না।’
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর বাজারে আজ রোববার বেলা দেড়টার দিকে এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন কাজী জাফর উল্যাহ।
কাজী জাফর উল্যাহ বলেন, ‘যদি আপনারা সাহস করেন, আপনার অধিকার রক্ষা করতে চান, আপনাদের সন্তানের ভবিষ্যৎ রক্ষা করতে চান, কর্মসংস্থান ব্যবস্থা করতে চান, নৌকা মার্কায় ভোট দেবেন আমাকে। আমি আপনাদের ওয়াদা দিতে পারি। শেখ হাসিনার মতো আমিও যা বলি, করে দেখাই। আপনাদের উন্নয়নের মহাসড়কে আনব, ভ্যাগ্যের পরিবর্তন করব, আপনাদের মুখে হাসি ফোটাব।’
উপস্থিত লোকজনের উদ্দেশে কাজী জাফর উল্যাহ বলেন, ‘আমাদের যে বর্তমান এমপি, তাঁর এত টাকা আর এত ক্ষমতা, সে মানুষকে মানুষ ভাবে না। দেখেন আমার মতো একজন বয়স্ক মানুষকেও তিনি বলে থাকেন, আমার মা একটা ফকির আর আমি হইলাম ফকিন্নির সন্তান। এটা কোনো রাজনৈতিক ভাষা? কোনো ভদ্রলোকের ভাষা?’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান আখতারুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান হিরু চৌধুরী প্রমুখ।
এর আগে আজ দুপুর সাড়ে ১২টার দিকে কৃষ্ণপুর ইউনিয়নের শৈলডুবি গ্রামের নাসিম তালুকদারের বাড়িতে এক উঠান বৈঠকে বক্তব্য দেন কাজী জাফর উল্যাহ।