গাজীপুরে রাতে কৃষকের উঠানে গাজী-কালুর জারিগানের আসর

গাজী-কালুর জারিগান পরিবেশন করেন গায়েন শাহীন। মঙ্গলবার রাতে গাজীপুরের শ্রীপুরের ফুলানিরসিট গ্রামেছবি: সাদিক মৃধা

গাজীপুরের শ্রীপুরের গ্রামে গ্রামে এখন কৃষকের ধান কাটা উৎসব চলছে। ফলে ব্যস্ততায় কাটছে তাঁদের সকাল-সন্ধ্যা। দিনে কঠোর পরিশ্রমের পর রাতে কৃষকের বাড়ির উঠানে বসছে গাজী-কালুর জারিগানের আসর। প্রতি শীতে ধান কাটার মৌসুমে শ্রীপুরের নিভৃত পল্লি হিসেবে পরিচিত মাওনা ইউনিয়নের ফুলানিরসিট গ্রামে বিভিন্ন কৃষকের বাড়ির উঠানে এমন আসর বসে থাকে। এবারও সপ্তাহের প্রায়ই দিন এমন আসর বসছে।

মঙ্গলবার সন্ধ্যায় ফুলানিরসিট গ্রামের মোবারক হোসেনের বাড়ির উঠানে গাজী-কালুর জারিগানের আসর বসে। গ্রামবাংলা থেকে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী জারিগানের আসরে ভিড় জমে মানুষের। সন্ধ্যায় শুরু হয় সেই জারিগান। চলে পরের দিন সকাল পর্যন্ত।

মঙ্গলবার রাত আটটায় মোবারক হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, সাদা পাঞ্জাবি ও লুঙ্গি পরে আসরের নির্দিষ্ট জায়গায় বিশেষ ভঙ্গিমায় বসে আছেন মো. শাহীন নামের একজন। তিনি এলাকায় শাহীন গায়েন নামে পরিচিত। তাঁর পেছনে বসা দেশীয় বাদ্যযন্ত্র নিয়ে আরও পাঁচজন। পাঁচজনের একজন দোহারি। তাঁর নাম মো. আছিম উদ্দিন। অনুষ্ঠানস্থলের মাঝবরাবর একটি আসন পাতা। লাল কাপড় দিয়ে ঘেরা ওই আসনের ভেতর চাল, ডাল, তেল, নুনসহ রান্নার বিভিন্ন উপকরণ সাজানো। সেখানে বেশ কয়েকটি মোমবাতি ও সুগন্ধি আগরবাতি জ্বলছে। শাহীন গায়েন আসনের এক পাশে বসে ঠোঁট নেড়ে বিড়বিড় করতে থাকেন। একপর্যায়ে শুরু করলেন গাজী-কালুর জারিগান। আসরের অন্য পাশে চলছিল রান্নার আয়োজন।

মো. মোবারক হোসেন বললেন, ছেলের সুস্থতার জন্য করা একটি মানত পূরণ এবং বর্তমান প্রজন্মের কিশোর-তরুণদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে তাঁর বাড়িতে আয়োজন করেছেন গাজী-কালুর জারিগান।

গাজী-কালুর জারিগানের আসর বসেছে। মঙ্গলবার রাতে গাজীপুরের শ্রীপুরের ফুলানিরসিট গ্রামে
ছবি: প্রথম আলো

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গ্রামে গাজী-কালুর জারিগানসহ বিভিন্ন পুঁথি পাঠ করেন, এমন লোক আছেন অন্তত ছয়জন। তাঁদের মধ্যে শাহীনের জারির দলকে নিজের বাড়িতে দাওয়াত করে আনেন মো. মোবারক‌ হোসেন। বিশেষ ভঙ্গিমায় কণ্ঠে তোলা জারিগান শুনতে আশপাশের অনেক মানুষের ভিড় জমে।

গাজীর গান মূলত গাজী পীরের বন্দনা। দিদার বাদশাহ, এরিং বাদশাহ, গুলে বাকাওলী, সোনাফার বাদশাহ ও সুফিয়ানী পালাগুলো গাওয়া হয় গাজীর গানের আসরে। গাজীর গানে আল্লাহ-রাসুল, গাজী কালু, পীর-মুর্শিদের গুণকীর্তন ছাড়াও নারী-পুরুষের প্রণয়, প্রেম, বিরহসহ নানা ধরনের সমসাময়িক বিষয় নিয়ে গীত পরিবেশন করা হয়।

গায়েন শাহীন বলেন, এখানে গ্রামে ধান কাটার মৌসুমে শীতের শুরুতে প্রায় প্রতিদিন বিভিন্ন ধরনের জারিগান পরিবেশিত হয়। জারিগান পরিবেশন করতে শ্রীপুর ছাড়াও তিনি বিভিন্ন জায়গায় যান। গাজী-কালুর জারিগানের আলাদা কদর আছে এখনো। একসময় প্রতিটি গ্রামে জারিগানের আসর বসত। কিন্তু সময়ের পরিবর্তনে তা অনেক কমে গেছে।