বাকৃবিতে গেস্টরুমে ছাত্রলীগের নির্যাতনের ঘটনায় বিচার দাবি, তদন্ত কমিটি গঠন
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তাপসী রাবেয়া হলে মধ্যরাতে অতিথি কক্ষে (গেস্টরুম) ডেকে নিয়ে এক শিক্ষার্থীকে নির্যাতন ও এক সাংবাদিককে ছাত্রলীগের মারধরের ঘটনায় নিন্দা জানিয়ে বিচারের দাবি করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আজ বৃহস্পতিবার বিকেলে শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দপ্তর সম্পাদক অর্ণব দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি রিফা সাজিদা ও সাধারণ সম্পাদক সঞ্জয় রায় যৌথ বিবৃতিতে বলেন, ডাইনিংয়ের খাবারের নিম্নমান ও মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদ করায় তাপসী রাবেয়া হলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুরছালিন মুস্তাকি মাফিকে গেস্টরুমে ধরে নিয়ে মঙ্গলবার রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত নির্যাতন করেন ছাত্রলীগের কর্মীরা। দাম বাড়ানো হলেও খাবারের মানোন্নয়নও করা হয়নি। হলের ডাইনিংগুলো ভর্তুকি দিয়ে হল প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হওয়ার কথা থাকলেও তা হয় না। অনিচ্ছা সত্ত্বেও সাধারণ শিক্ষার্থীদের নিম্নমানের খাবার খেতে বাধ্য করা হয়। এ ছাড়া ২১ নভেম্বর বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি আশিকুর রহমানকে মারধর করেন ছাত্রলীগের নেতারা। বিশ্ববিদ্যালয়ের এমন বিশৃঙ্খলা ক্রমাগত বেড়েই চলেছে।
যৌথ বিবৃতিতে নেতারা বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো কার্যকর ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। ঘটনাগুলোয় প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীনির্বিশেষে সবার নিরাপত্তা ও কথা বলার গণতান্ত্রিক পরিবেশ প্রশাসনকেই নিশ্চিত করতে হবে। অবিলম্বে তাপসী রাবেয়া হলে শিক্ষার্থী নির্যাতন ও সাংবাদিক সমিতির সভাপতির ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের শাস্তির আওতায় আনতে হবে। বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছাত্রী নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. মাহবুবুর রহমানকে সভাপতি ও কৃষি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রিফাত আরা জান্নাতকে সদস্যসচিব করে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক গোপাল দাস প্রথম আলোকে বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি সময়মতো প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গত মঙ্গলবার মধ্যরাতে অতিথি কক্ষে ডেকে নিয়ে এক ছাত্রীকে নির্যাতন ও গালিগালাজের অভিযোগ ওঠে তাপসী রাবেয়া হলের ছাত্রলীগের কর্মী হাফসা তাসনিমসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় হলের প্রাধ্যক্ষ বরাবর ভুক্তভোগী শিক্ষার্থী একটি অভিযোগপত্র দেন। একই দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ের এক খাবার হোটেলে বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি ও সমকালের প্রতিনিধি আশিকুর রহমানকে মারধর করার অভিযোগ ওঠে ছাত্রলীগ নেতা শাহীনুর রেজা ও সৌরভ মেহেরাবের বিরুদ্ধে।