চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরিয়াল বডিকে পদত্যাগ করতে একদিনের আল্টিমেটাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবু তাহের ও প্রক্টরিয়াল বডিকে পদত্যাগের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার রাত থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে তাঁরা পদত্যাগ না করলে বিশ্ববিদ্যালয় ঘেরাও ও অবরোধ করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বুধবার রাত ১২টার দিকে ফেসবুকে লাইভে এসে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ। ৪ মিনিট ১৮ সেকেন্ডের এই লাইভ ভিডিও বার্তায় তিনি ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হয়রানি নিয়ে প্রশাসনের নীরব ভূমিকার সমালোচনা করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের এই শিক্ষার্থী বলেন, ‘আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের থেকে আমাদের আন্দোলন শুরু হয়। ধীরে ধীরে আমাদের আন্দোলন বেগবান হলে ছাত্রলীগ প্রতিদিন বিভিন্নভাবে আমাদের হয়রানি করেছে। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরিয়াল বডি নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আন্দোলনে সংহতি প্রকাশ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বাসায় বোমা হামলা হয়েছে। তখনো প্রশাসন নীরব ছিল। এসব কিছুর প্রতিবাদে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ আপনাদের একদিনের সময় বেঁধে দিচ্ছি। এই একদিনের মধ্যে আপনারা পদত্যাগ করবেন।’
পদত্যাগ না করলে নিজেদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে রাসেল আহমেদ বলেন, ‘যদি একদিনের মধ্যে আপানারা পদত্যাগ না করেন তাহলে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘেরাও করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় অবরুদ্ধ করে রাখব।’
হলে ফেরা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের এই সমন্বয়ক বলেন, ‘পদত্যাগের পর নতুন উপাচার্য ও প্রক্টরিয়াল বডি নিয়োগ হলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আসন বরাদ্দের মাধ্যমে হলে উঠবেন। এর আগে আমরা হলে উঠব না। আমি আবারও বলছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সহিংসতার পরেও প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে। হল থেকে সব শিক্ষার্থীকে বের করে দিয়ে ছাত্রলীগকে আশ্রয় দেয়।’