ভোলার মহিলাবিষয়ক কর্মকর্তার সাক্ষাৎকার

শিক্ষক ও জনপ্রতিনিধিরা চাইলে একটি বাল্যবিবাহও হবে না

ভোলার সদর উপজেলার বিচ্ছিন্ন এক ইউনিয়ন ভেদুরিয়া। বছরের শুরুতে ওই ইউনিয়নের চারটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় যে পরিমাণ শিক্ষার্থী ভর্তি হয়েছিল, বছর শেষে তাদের মধ্যে দেড় শতাধিক ছাত্রী অনুপস্থিত। খোঁজ নিয়ে জানা গেল, এর মধ্যে শতাধিক ছাত্রীর বাল্যবিবাহ হয়ে গেছে। অভিভাবকেরা অভাব ও বখাটেদের উৎপাতের কারণে মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেন। ভেদুরিয়া ইউনিয়নে বাল্যবিবাহের অবস্থা ও প্রতিকার বিষয়ে প্রথম আলো কথা বলেছে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. ইকবাল হোসাইনের সঙ্গে।

ভোলা জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. ইকবাল হোসাইন
ছবি: প্রথম আলো
প্রশ্ন:

ভেদুরিয়া ইউনিয়নে কি বাল্যবিবাহ বেড়েছে?

ইকবাল হোসাইন: না বাড়েনি, বরং কমেছে। আগে জন্মনিবন্ধন সনদ ছাড়া বিয়ে হতো। অভিযোগ আসত বেশি। এখন কম আসে। এ বছর দুটি অভিযোগ এসেছে। সেগুলো বন্ধ করার পরে আর খবর পাইনি।

প্রশ্ন:

ভেদুরিয়া ইউনিয়নে বাল্যবিবাহ বেশি না হলে ২০২৩ সালে এতগুলো মেয়ের বিয়ে হলো কীভাবে?

ইকবাল হোসাইন: আমি তো মাত্র দুটি বিয়ের অভিযোগ পেয়েছি। বেশির ভাগই অজানা থাকে। গোপন রাখা হয় হয়তো।

প্রশ্ন:

ভেদুরিয়া ইউনিয়নে কিশোর-কিশোরী ক্লাব আছে? থাকলে সেগুলোর কাজ কী?

ইকবাল হোসাইন: সেখানে চারটি কিশোর-কিশোরী ক্লাব আছে। বাল্যবিবাহ প্রতিরোধ, বয়ঃসন্ধিকালে নিজেকে ও অন্য বন্ধুদের সচেতন করা, শিশুর পানিতে পড়া প্রতিরোধ, সামাজিক নিরাপত্তা সম্পর্কে সচেতন হতে শেখানো হয়ে তাদের। কিশোর–কিশোরী ক্লাবের সদস্যরা বাল্যবিবাহের জালে পা দেয় না। নিজেদের তারা এমনভাবে প্রস্তুত করে।

প্রশ্ন:

বাল্যবিবাহ বন্ধের উপায় কী?

ইকবাল হোসাইন: পরিবার, বাবা, মা, শিক্ষক ও সমাজের লোকজনকে সচেতন করা। আইনের ভয় দেখিয়ে বাল্যবিবাহ ভেঙে দিলে আরেক এলাকায় গিয়ে বিয়ে পড়িয়ে গোপন রাখেন। বাচ্চা হলে বাড়িতে ফিরে আসে। শিক্ষক ও জনপ্রতিনিধিরা চাইলে একটি বাল্যবিবাহও হবে না।

আরও পড়ুন
প্রশ্ন:

ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা ও কম্পিউটারের দোকান বাল্যবিবাহের ভুয়া কাগজপত্র তৈরি করছে, এই অভিযোগ কতটা সঠিক?

ইকবাল হোসাইন: এ রকম অভিযোগ আমরাও পাই। ওই যে বলেছি, জনপ্রতিনিধি চাইলে সব বন্ধ হবে।

প্রশ্ন:

বাল্যবিবাহ বন্ধে কাজির ভূমিকা কী?

ইকবাল হোসাইন: তিনিই তো সব। তাঁর কাছে বাল্যবিবাহের ঘটনা এলে তিনি অভিভাবককে বুঝিয়ে বাল্যবিবাহ থেকে বিরত রাখবেন। কিন্তু হচ্ছে উল্টোটা।

প্রশ্ন:

কাজির একাধিক বালাম খাতা রাখা কি বৈধ? সেগুলো যাচাই করা হয়?

ইকবাল হোসাইন: কাজির একাধিক বালাম খাতা রাখার কোনো বৈধতা নেই। বৈধতা নেই সহ-কাজী নিয়োগেরও। এটা রেজিস্ট্রার দেখবেন। বালাম খাতা যাচাইয়ের বিষয়টি আমরা অভিযোগ পেলে করি। কিন্তু নিয়ম করে সেটি যাচাই করবেন জেলা রেজিস্ট্রার।

প্রশ্ন:

ভেদুরিয়া ইউনিয়নের অভিভাবকেরা বলছেন, বখাটেদের উৎপাত ও মুঠোফোনের কারণে মেয়েদের বাল্যবিবাহ দিতে বাধ্য হচ্ছেন। এটা কতটা সঠিক?

ইকবাল হোসাইন: এটা সত্য। উৎপাত বন্ধে শিক্ষকদের উচিত আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ও প্রশাসনের সহায়তা নেওয়া। অভিভাবকদের উচিত মেয়ে কীভাবে বিদ্যালয়ে যায়, কী করে, স্মার্টফোনে কী করে—এসবের খোঁজখবর রাখা।