শ্রীপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ

গাজীপুরের শ্রীপুরের রঙ্গিলা এলাকায় দুর্বৃত্তদের আগুনে পুড়েছে একটি বাস। বুধবার সন্ধ্যা ৬টার দিকে
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলাবাজারে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

স্থানীয় কয়েকটি সূত্র জানায়, অজ্ঞাত কয়েকজন হঠাৎ বাসের পেছন দিক দিয়ে এসে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। সেখানকার বাসিন্দা ও পথচারীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নেভান। তবে আগুন নেভানোর আগেই বাসের বেশির ভাগ পুড়ে গেছে। বাসটি মাওনা ইউনিয়নের মুলাইদ গ্রামের বদর স্পিনিং মিলস লিমিটেডের যাত্রী পরিবহন করে।

খুব দ্রুত সময়ে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ায় ধারণা করা হচ্ছে, এটি পেট্রলের আগুন।

বাসের চালক রিয়াদ হোসেন প্রথম আলোকে বলেন, সন্ধ্যার আগে তাঁর বাসটির একটি চাকা ফেটে যায়। বাসে থাকা অতিরিক্ত চাকা লাগিয়ে তিনি রঙ্গিলা এলাকার একটি গ্যারেজে ফেটে যাওয়া চাকাটি সারাই করতে যান। গ্যারেজের অদূরে রাস্তার পাশে বাসটি দাঁড় করিয়ে রেখে তিনি ফেটে যাওয়া চাকাটি গ্যারেজে নিয়ে যান। কিছুক্ষণের মধ্যে আশপাশের লোকজন বাসে আগুন দেখতে পেয়ে ডাকাডাকি শুরু করেন। পরে সেখানে থাকা লোকজনকে সঙ্গে নিয়ে বাসের আগুন নেভানোর চেষ্টা চালান তাঁরা।

রিয়াদ হোসেন আরও বলেন, অল্প সময়ের মধ্যেই বাসের পেছন দিক থেকে কে বা কারা আগুন দিয়েছে, তা তিনি দেখতে পাননি। তবে খুব দ্রুত সময়ে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ায় ধারণা করা হচ্ছে, এটি পেট্রলের আগুন।

রঙ্গিলা এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেন বলেন, বাসটিতে যাত্রী ছিলেন না বলে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। হরতাল ও অবরোধের সমর্থনে রঙ্গিলা ও এমসি বাজারে প্রায়ই মিছিল, ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। এই ঘটনাও অবরোধের সমর্থনকারীরা ঘটিয়ে থাকতে পারে বলে তাঁরা ধারণা করছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, কে বা কারা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।