বাড়ির সামনে খেলার সময় ট্রাক্টরের চাপায় শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

জামালপুরের ইসলামপুরে বাড়ির সামনের রাস্তায় খেলার সময় মাহিন্দ্রা ট্রাক্টরের চাপায় আড়াই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার কুলকান্দী ইউনিয়নের কুলকান্দী মধ্যপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম মোহাম্মদ আলী। সে ওই এলাকার মো. শফিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের মধ্যপাড়া জামে মসজিদের নির্মাণকাজের জন্য একটি মাহিন্দ্রা ট্রাক্টরে বালু আনা হচ্ছিল। বাড়ির রাস্তায় শিশুটি খেলছিল। ট্রাক্টরটি বালু নামিয়ে পেছনের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাক্টরের পেছনের চাকায় শিশুটি পিষ্ট হয়। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার ঘটনাটি নিশ্চিত করে বলেন, স্থানীয় একটি জামে মসজিদের নির্মাণকাজে ব্যবহৃত বালু আনা-নেওয়ার ট্রাক্টরের চাকার নিচে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।