রংপুরে বিজিবির টহল গাড়িতে আগুন, কাউন্সিলর প্রার্থী আটক

আগুনে পুড়ে যাওয়া বিজিবি ব্যবহৃত গাড়ি। মঙ্গলবার রাতে রংপুর সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের আমাশু কুকরুল এলাকায়
ছবি: প্রথম আলো

রংপুর সিটি করপোরেশনের নির্বাচনের ভোট গণনার সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যবহৃত একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের নেতা এক কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা ওই গাড়িতে আগুন দিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। অগ্নিকাণ্ডের পর ওই কাউন্সিলর প্রার্থীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ৪ নম্বর ওয়ার্ডের আমাশু কুকরুল এলাকায় গাড়িটিতে আগুন দেওয়া হয়। যাঁর সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছেন, তাঁর নাম হারাধন রায়। তিনি রংপুরের পরশুরাম থানা আওয়ামী লীগের সভাপতি।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে যায়, ভোট শেষে গণনার সময় গুজব রটে, হারাধন পরাজিত হয়েছেন। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় হারাধনের কিছু সমর্থক বিজিবির টহল গাড়িটিতে আগুন ধরিয়ে দেন। তবে এ সময় গাড়িতে কেউ ছিলেন না। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে গাড়িটি পুরোপুরি পুড়ে গেছে।

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি মাইক্রোবাসটি ভাড়া নিয়েছিল। সেটির মালিক ওবায়দুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আগুনে আমার গাড়িটি পুরোপুরি পুড়ে গেছে। গাড়িটি যাঁরা ভাড়া নিয়েছিলেন, তাঁদের কাছে ক্ষতিপূরণ দাবি করব।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, হারাধন রায়কে আটক করা হয়েছে। তিনি বর্তমানে পুলিশি হেফাজতে আছেন। ওই ওয়ার্ডের ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে।