কক্সবাজারে কিশোর গ্যাংয়ের প্রধানসহ ৭ জন গ্রেপ্তার

র‍্যাবের অভিযানে গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সাত সদস্যছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে দুটি ছুরি, একটি হাতুড়ি, চারটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। র‍্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন একটি কিশোর গ্যাংয়ের প্রধান। অন্যরা ওই কিশোর গ্যাংয়ের সদস্য।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহরের লাইটহাউস পাড়ার কলিম উল্লাহ ছেলে শাহ আলম (৪০), পাহাড়তলীর সুলতানের ছেলে মো. সোহেল (২১), আলীরজাহাল এলাকার মো. নাছিরের ছেলে আনোয়ার ইসলাম ওরফে সাগর (১৮), উত্তর পাহাড়তলীর ইউনুসের ছেলে মো. জিহাদ (২১), উত্তর নুনিয়াছটার সোলাইমান জাহাঙ্গীরের ছেলে জসিম উদ্দিন (২০), পানিরকুম এলাকার মনির আহমদের ছেলে তৈয়বুল হাসান (২০) ও একই এলাকার আরিফ উল্লাহর ছেলে রশিদ উল্লাহ (১৯)। তাঁদের মধ্যে শাহ আলম কিশোর গ্যাংটির নেতৃত্ব দেন।

র‍্যাব জানায়, আলম গ্রুপ নামের একটি কিশোর গ্যাংয়ের এই সদস্যরা সমুদ্রসৈকতে বেড়াতে আসা পর্যটকদের জিম্মি করে নগদ টাকা ও মুঠোফোন লুট করেন।

র‌্যাব-১৫ কক্সবাজারের সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী বলেন, মামলার পর গ্রেপ্তার ব্যক্তিদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।