মহেশপুর সীমান্তে ২০টি সোনার বারসহ ২ জন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ২০টি সোনার বারসহ দুজনকে আটক করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার পলিয়ানপুর সীমান্তের কাজীরবেড় এলাকা থেকে তাঁদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন উপজেলার জিন্নানগর গ্রামের নবিছদ্দি মণ্ডল (৫৮) ও আছানুর মণ্ডল (৪৮)।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮-বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মাসুদ জানান, পলিয়ানপুর সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচার হচ্ছে, এমন খবরের ভিত্তিতে কাজীরবেড় গ্রামের মাঠের মধ্যে অবস্থান করেন তাঁরা। রাত ১১টার দিকে মাঠের মধ্যে দিয়ে সীমান্তের শূন্যরেখার দিকে যাওয়ার সময় একই উপজেলার জিন্নানগর গ্রামের আছানুর রহমান ও নবিছদ্দি মণ্ডলকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের ২০টি সোনার বার। তাঁদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।