পরিচালকের অপসারণের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের অপসারণের দাবিতে আজ দুপুরে বিক্ষোভ করেন চতুর্থ শ্রেণির কর্মচারীরা
ছবি: প্রথম আলো

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তাঁকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন কর্মচারীরা। আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাসপাতাল চত্বরে এই কর্মসূচি পালন করেন চতুর্থ শ্রেণির কর্মচারীরা।

আজ দুপুর ১২টার দিকে হাসপাতালের পরিচালকের কক্ষের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি শাহীন ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সদস্য মোহাম্মদ বাবু প্রমুখ। এ সময় বিক্ষুব্ধ কর্মচারীরা পরিচালকের অপসারণ না হওয়া পর্যন্ত প্রতিদিন বিক্ষোভ মিছিল ও সমাবেশ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শাহীন ইসলাম বলেন, প্রায় ১০ মাস আগে হাসপাতালে যোগদান করা পরিচালক শরিফুল হাসান দায়িত্ব গ্রহণের পর থেকে নানা অজুহাতে কর্মচারীদের অসহযোগিতা করছেন। পরিচালকের কোনো অনিয়ম ও অন্যায়ের প্রতিবাদ করলেই কর্মচারীদের বদলি করার হুমকি দেন তিনি হয়। ইতিমধ্যে অনেককে বদলিও হতে হয়েছে।

কর্মচারীদের বিক্ষোভের সময় হাসপাতালের পরিচালক শরিফুল হাসান উপস্থিত ছিলেন না। তাঁর বিরুদ্ধে কর্মচারীদের আনা অভিযোগ সত্য নয় বলে দাবি করেন তিনি। শরিফুল হাসান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি নিয়মতান্ত্রিকভাবে বিভিন্ন কাজের দরপত্র করেছি। এটি অনেকের হয়তো পছন্দ হয়নি। সেই সঙ্গে আমি এখানে যোগদানের পর স্বচ্ছতার ভিত্তিতে কাজ চালিয়ে যাচ্ছি।’