মাদারীপুরে অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করার অভিযোগে আটক পরিবেশক মহাদেব কুণ্ডু। সোমবার রাত আটটায় সদর উপজেলার মোস্তফাপুর বাজারে
ছবি: প্রথম আলো

মাদারীপুরে অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করার অভিযোগে এক পরিবেশককে (ডিলার) ১৫ দিনের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার রাত আটটার দিকে সদর উপজেলার মোস্তফাপুর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত মহাদেব কুণ্ডু জগদীশ ট্রেডার্সের স্বত্বাধিকারী। পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বিপুল পরিমাণ সার মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে—এমন খবরে অভিযান চালায় সদর উপজেলা প্রশাসন। পরে মহাদেব কুণ্ডুর মালিকানাধীন তিনটি গুদাম তল্লাশি করে বিএপি ২ হাজার ৪০০ বস্তা, ইউরিয়া ২৫ বস্তা ও ৫০ বস্তা পটাশ সার মজুদ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত সারের পরিবেশক মহাদেব কুণ্ডুকে ১৫ দিনের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাইনউদ্দিন বলেন, সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করা দণ্ডনীয় অপরাধ এবং সরকারি নির্দেশনা পরিপন্থি। সার মজুদ করে কৃত্রিম সংকট করা ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলানো হবে।