সপরিবার মাজার জিয়ারত করতে এসে ইদ্রিস ফিরলেন লাশ হয়ে

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা গ্রাম থেকে সপরিবার ফটিকছড়ির মাইজভান্ডারি দরবার শরিফে মাজার জিয়ারত করতে আসেন মুহাম্মদ ইদ্রিস (৫০)। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাজারের সামনের পুকুরে গোসল করতে নামেন তিনি। পরিবারের অন্য সদস্যরা তখন মাজার জিয়ারতে ব্যস্ত। অনেকক্ষণ পেরিয়ে গেলেও মুহাম্মদ ইদ্রিস পুকুর থেকে না ওঠায় সবাই খোঁজাখুঁজি করতে থাকেন চারদিকে। পরে সন্ধ্যা ছয়টার দিকে পুকুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাঁর লাশ উদ্ধার করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে ওই ব্যক্তি দরবারে সপরিবার মাজার জিয়ারত করতে আসেন। পরিবারের অন্য সদস্যরা মাজারে জিয়ারতের সময় পুকুরে গোসল করতে নামেন ইদ্রিস। বেলা দুইটা থেকে প্রায় চার ঘণ্টা নিখোঁজ ছিলেন তিনি। লোকজন তাঁকে পুকুরে গোসলে নামতে দেখেছেন বলে জানালে ফায়ার সার্ভিসে খবর দেন পরিবারের সদস্যরা। পরে সন্ধ্যা ছয়টার দিকে তাঁরা পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেন।

ফটিকছড়ি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, পুকুর থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। রাতে পারিবারিকভাবে রাঙ্গুনিয়ায় তাঁর লাশ দাফন করা হয়।