সোনাগাজীতে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধের চেষ্টা

ফেনীর সোনাগাজীতে অবরোধের সমর্থনে ছাত্রদলের বিক্ষোভ মিছিলের পর সড়কে টায়ার জ্বালান নেতা-কর্মীরা। আজ রোববার সকালে পৌর শহরের কাশ্মীর বাজার এলাকায়
ছবি: সংগৃহীত

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন ফেনীর সোনাগাজী উপজেলায় অবরোধের সমর্থনে ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল, সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা করেছেন। আজ রোববার সকালে পৌর শহর ও সোনাগাজী-ফেনী সড়কে এ ঘটনা ঘটে।

অবরোধের প্রথম দিন আজ সকালে পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. সোহাগ, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. সবুজ, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. রিংকু ও ছাত্রদল নেতা ইমাম হোসেন। এরপর তাঁরা শহরের কাশ্মীর বাজার সড়কের মুখে টায়ার জ্বালিয়ে এবং সোনাগাজী-ফেনী সড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই অবরোধকারীরা সরে যান। পুলিশ সড়ক থেকে গাছের গুঁড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়।

বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে আজ সকাল থেকে সোনাগাজী পৌর শহরসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এরপর পুলিশের কঠোর তৎপরতায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শহরের কোথাও জড়ো হতে পারেননি।

উপজেলা বাস-মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এরশাদ উল্যাহ বলেন, অবরোধের কারণে সোনাগাজী বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ সড়কেও বাস চলেনি। তবে বাড়তি ভাড়ায় সিএনজিচালিত অটোরিকশা চলেছে।

এদিকে অবরোধের বিরুদ্ধে পৌর শহরে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম প্রথম আলোকে বলেন, আজ সকালে বিএনপির নেতা-কর্মীরা হঠাৎ শহরে বিক্ষোভ মিছিল বের করে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও নাশকতার চেষ্টা করেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ওসি আরও বলেন, বিএনপির কর্মসূচিকে ঘিরে কেউ যাতে সোনাগাজীতে নাশকতাসহ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারেন, সে জন্য সকাল থেকে পৌর শহরসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে।