সময়মতো অফিসে না এলে বেতন কাটা হবে: শাহজালালের ভিসি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুদ্ধাচারসংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ। আজ রোববার সকালে
ছবি: প্রথম আলো

সময়মতো অফিসে না এলে এবং নির্ধারিত পোশাক না পরলে (ড্রেসকোড) এক দিনের বেতন কাটা হবে বলে জানিয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ফরিদ উদ্দিন আহমেদ। আজ রোববার সকালে প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের অংশগ্রহণে শুদ্ধাচারসংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

সকাল সাড়ে ৯টায় তিন দিনব্যাপী শুদ্ধাচারসংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ১০৪ জন কর্মচারী অংশ নেন। উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ে অন্যায়-অবিচার সহ্য করা হবে না। তবে কোনো যৌক্তিক দাবি ফেলে দেওয়া হবে না।

উদ্বোধনী পর্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সহ–উপাচার্য কবির হোসেন ও কোষাধ্যক্ষ আমিনা পারভীন। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফজলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক। প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ফজলুর রহমান।

সহ–উপাচার্য কবির হোসেন বলেন, ‘উপাচার্য থেকে ঝাড়ুদার—সবার ঐক্যবদ্ধ কর্ম প্রক্রিয়াই একটি বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এ বিশ্ববিদ্যালয়ের সবাইকে আমি ভালোবাসি। তবে কাজের গাফিলতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’