চট্টগ্রামের রাস্তায় মিকি মাউস, আলাদিন

ওয়াল্ট ডিজনির শতবর্ষ উপলক্ষে দুই দিনব্যাপী উৎসবের শুরুতে ফুলকির শিশুদের আয়োজনে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় ডিজনির কমিকের নানা চরিত্রের মতো সাজ–পোশাক পরে শিশুরা। আজ সকাল নয়টায় চট্টগ্রামের নন্দনকানন সড়কেজুয়েল শীল।

শীতের সকালে চট্টগ্রামের নন্দনকানন সড়কে প্রাতর্ভ্রমণে বের হওয়া লোকজন বিস্ময়ের চোখে তাকিয়ে রইলেন। রাস্তাজুড়ে এক অদ্ভুত দৃশ্য। সারবদ্ধ হয়ে হাঁটছে বিচিত্র পোশাকের সব কার্টুন চরিত্র। পাশের ডিসি হিলে খেলতে আসা শিশুরা চিনতে পারল ঠিকই। মিকি মাউস, মিনি মাউস, আলাদিন, মেলিফিসেন্ট সবাই উপস্থিত সেখানে। ওয়াল্ট ডিজনির কমিক বই থেকে উঠে আসা সব চরিত্র এভাবে চোখের সামনে দেখে শিশুদের অনেকেই তাদের কাছে ছুটে যায়। কেউ বিচিত্র এই শোভাযাত্রার ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। আর কেউ পছন্দের চরিত্রটি ছুঁয়েও দেখে একবার।

আজ শুক্রবার সকাল নয়টায় ফুলকির সোনার তরী ও সহজ পাঠ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জনপ্রিয় কমিক সিরিজ নির্মাণ প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনির শতবর্ষ উপলক্ষে বর্ণিল এই শোভাযাত্রায় অংশ নেয়। কমিকের চরিত্রের সাজে সেজে নন্দনকানন সড়কে যখন শোভাযাত্রাটি বের হয় তখন রীতিমতো ভিড় জমে যায় তাদের ঘিরে। প্রায় ৪০০ শিশুর অংশগ্রহণে আয়োজিত শোভাযাত্রা উদ্বোধন করেন ফুলকি ট্রাস্টের সভাপতি কবি আবুল মোমেন। শোভাযাত্রাটি চেরাগী মোড় প্রদক্ষিণ করে আবার ফুলকি প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোভাযাত্রায় দেখা গেল, আলাদিন, স্নো হোয়াইটসহ ডিজনির নানা চরিত্র
জুয়েল শীল

গত ১৬ অক্টোবর সারা বিশ্বের শিশুদের কাছে জনপ্রিয় কমিক সিরিজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি শতবর্ষে পা রেখেছে। বর্তমানে কেবল কমিক বইয়ে নয়, ডিজনির চরিত্রগুলো চলচ্চিত্রেও সমান জায়গা করে নিয়েছে। তাই ডিজনির শতবর্ষ শিশুদের জন্য উদ্‌যাপনের একটা বড় উপলক্ষ। এমন ভাবনা থেকে শিশুদের আনন্দময় জগৎ ফুলকি দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে। আর শোভাযাত্রাটির মধ্য দিয়ে ফুলকি প্রাঙ্গণে শুরু হয় দুই দিনব্যাপী ডিজনির শতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানের।

ডিজনির কমিক চরিত্রের সাজে ফুলকির এক শিশু
জুয়েল শীল

কী কী থাকছে এই আয়োজনে? জানতে চাইলে আয়োজকেরা জানান, শিশুদের আঁকা ছবির প্রদর্শনী, ডিজনি চলচ্চিত্রের গান, অভিনয়, প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্রের আসর। পাশাপাশি দিনভর কারুপণ্য, বই ও খাবারদাবার নিয়ে চলবে মেলাও। দুই দিনই অনুষ্ঠান চলবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।

বর্ণিল শোভাযাত্রায় অংশ নেয় চার শ শিশু
জুয়েল শীল

ওয়াল্ট ডিজনি নিয়ে এই আয়োজনে থাকছে ফিলিস্তিনও। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে প্রতিদিনই শিশুদের মৃত্যু হচ্ছে। আগামীকাল শনিবার সকাল সাড়ে নয়টায় ফিলিস্তিনের সেসব শিশুর জন্য মানববন্ধনে দাঁড়াবে ফুলকির শিশুরাও। এই মানববন্ধনে নগরের সব শিশুকে অংশ নিতে আহ্বান জানিয়েছেন ফুলকির সর্বাধ্যক্ষ শীলা মোমেন। মানববন্ধনের পর কাল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফুলকির এ কে খান মিলনায়তনে চলবে ডিজনির চলচ্চিত্র প্রদর্শনী।