বগুড়ায় সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে সিপিবির জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল। শনিবার বগুড়া শহরের কবি নজরুল ইসলাম সড়কে
ছবি: প্রথম আলো

বগুড়া ইউরিয়া, ডিএপিসহ (ডাই অ্যামোনিয়াম ফসফেট) সব ধরনের সারের মূল্য প্রতি কেজিতে পাঁচ টাকা বৃদ্ধির প্রতিবাদে এবং বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় শহরের সাতমাথায় এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বগুড়া জেলা কমিটি।

আয়োজক সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে ও সম্পাদকমণ্ডলীর সদস্য শাহনিয়াজ কবির খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিপিবির বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, কৃষক সমিতির জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, ক্ষেতমজুর সমিতির বগুড়া সদর উপজেলা সভাপতি শুভ শংকর গুহ রায়, যুব ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক সাইদূর রহমান পারভেজ, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি ছাব্বির আহম্মেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, গত বছরের আগস্ট মাসে ইউরিয়া সারের দাম প্রতি কেজিতে ছয় টাকা বৃদ্ধির ধাক্কা কৃষকেরা কাটিয়ে উঠতে না উঠতে ১১ এপ্রিল সব ধরনের সারের দাম কেজিতে আরও পাঁচ টাকা বাড়ানো হয়েছে। বর্ধিত দামে সার কিনে প্রতি বিঘায় কৃষকের প্রায় ৬০০ টাকা অতিরিক্ত খরচ গুনতে হবে। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে সারের মূল্যবৃদ্ধির এ সিদ্ধান্ত কৃষক ও জনস্বার্থবিরোধী।

বক্তারা আরও বলেন, বিশ্ববাজারে বিভিন্ন সারের দাম যখন ২৫ থেকে ৬২ শতাংশ কমেছে, তখন সরকার আবার সারের মূল্য বৃদ্ধি করে কৃষকের সঙ্গে প্রতারণা করেছে। সরকারের উচিত, কৃষি খাতে পর্যাপ্ত ভর্তুকি দিয়ে জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু তা না করে ব্যবসায়ী মুনাফালোভী ও মধ্যস্বত্বভোগীদের স্বার্থ রক্ষায় সরকার বারবার এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, যা দেশের কৃষি খাতের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। বক্তারা সারের মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানান এবং বর্ধিত মূল্য প্রত্যাহার করে কৃষি খাতে ভর্তুকি বাড়ানোর দাবি জানান।

সমাবেশে অন্যান্যের মধ্যে ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য লিয়াকত আলী, সিপিবির বগুড়া জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য এনামুল হক, সাজেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।