বিএম কনটেইনার ডিপোতে আবার আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে পাটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছয় মাস পার হতেই আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার সেখানে রপ্তানির জন্য রাখা পাটের স্তূপে আগুন লেগেছে। তবে আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে লাগা আগুন সোয়া চারটার দিকে নিয়ন্ত্রেণ আসে বলে জানিয়েছে পুলিশ। তবে বিকেল পাঁচটা পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ চালিয়ে যাচ্ছিল।

আরও পড়ুন

ফায়ার সার্ভিসের বরাতে আগুন নিয়ন্ত্রণে আনার খবর প্রথম আলোকে নিশ্চিত করেছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপ–পরিদর্শক (এসআই) মোতাহের হোসেন। তিনি জানান, আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। বিস্তারিত পরে জানা যাবে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছেন।

অগ্নিকাণ্ডের পর কন্টেইনার ডিপোর ফটক থেকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত ডিপোগামী পরিবহনের তীব্র যানজট দেখা দেয়।

গত ৪ জুন রাতে এই কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫০ জনের প্রাণ গেছে। আহত হন দুই শতাধিক মানুষ। ছয় মাস আগের ক্ষত শুকিয়ে ওঠার আগেই আবারও বিএম কন্টেইনার ডিপুতে আগুন লাগার ঘটনা ঘটল।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ফিরোজ মিয়া প্রথম আলোকে বলেন, আজ বিকেল বেলা তিনটার দিকে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার খবরে তাঁরা কনটেইনার ডিপুটিতে যান। এরপর কনটেইনার ডিপোর ভেতরে রপ্তানির জন্য রাখা পাটের স্তূপে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

বিএম কন্টেইনার ডিপোর ব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইব্রাহিম প্রথম আলোকে বলেন, তিনি ছুটিতে খাগড়াছড়িতে আছেন। তবে শুনতে পেয়েছেন কন্টেইনার ডিপুতে থাকা পাটের স্তূপে আগুন লেগেছে। তাঁর দাবি, এটি কোনো বড়সড় অগ্নিকাণ্ড নয়। ফায়ার সার্ভিসের সদস্যরা অল্প কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে।