বাহুবলে বিদ্যুতের ছিঁড়ে পড়া তার জড়িয়ে প্রাণ গেল গৃহবধূর

বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিদ্যুতের তার জড়িয়ে হুসনে আরা (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার চক্রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আরব আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, উপজেলার চক্রামপুর গ্রামের ওপর দিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির একটি লাইন টানা আছে। বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি তার খুঁটি থেকে গতকাল রোববার রাতের কোনো এক সময় ছিঁড়ে হুসনে আরার বাড়ির উঠানে পড়ে ছিল। আজ সকাল ১০টার দিকে হুসনে আরা বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় ছিঁড়ে পড়া তারে জড়িয়ে ঘটনাস্থলেই ওই গৃহবধূর মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই এলাকাবাসী পল্লী বিদ্যুৎ সমিতির স্থানীয় কার্যালয়ে যোগাযোগ করলেও কেউ সঞ্চালন লাইনটি মেরামত করতে আসেননি। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে সহযোগিতা চাইলে ঘটনার দুই ঘণ্টা পর দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, বিদ্যুতের তার ছিঁড়ে বাড়ির উঠানে পড়ে ছিল। অসাবধানতাবশত ওই নারী তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান।

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক মোতাহের হোসেন বলেন, এ ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে লোক পাঠিয়েছেন। খোঁজ নিয়ে দেখছেন, কীভাবে দুর্ঘটনা ঘটেছে।