রংপুরে বিএনপির ডাকা হরতালে বিস্ফোরণ

রংপুর নগরের মিঠু হোটেলের সামনে বিস্ফোরণের পর সড়কে ককটেলসদৃশ কিছু একটা পড়ে থাকতে দেখা যায়। রোববার দুপুরেছবি: মঈনুল ইসলাম

রংপুরে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ডাকা হরতালে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে নগরের প্রাণকেন্দ্র মিঠু হোটেলের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ফাঁকা জায়গায় দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে।

রংপুরে আজ সকাল-সন্ধ্যা হরতালে নগর থেকে সব ধরনের যান চলাচল করছে। নগরের দোকানসহ বিপণিবিতানগুলো খোলা। ঢাকাগামী যাত্রীবাহী বাসসহ দূরপাল্লার যানবাহন চলাচল করেছে। এরই মধ্যে দুপুরে নগরের প্রাণকেন্দ্র মিঠু হোটেলের সামনে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জনমনে আতঙ্ক ছড়ায়।

রংপুর মেট্রোপলিটনের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, ফাঁকা জায়গায় ককটেল ফাটানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান ও সদস্যসচিব মাহফুজ উন-নবীর মুক্তির দাবিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এ হরতালের ডাক দিয়েছে।

নাশকতার মামলায় গত ২০ নভেম্বর রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব আইনজীবী মাহফুজ উন-নবী, জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান, মহানগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জহির আলম, জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসান ও যুবদল কর্মী আরিফ হোসেনকে ১০ বছরের কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন আদালত। এর প্রতিবাদ জানিয়ে আসছেন রংপুর নগরের বিএনপির নেতা-কর্মীরা।

আরও পড়ুন