শীতলক্ষ্যায় নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ওশানা আক্তার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাথরবোঝাই বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ স্কুলছাত্রী ওশানা আক্তারের (১২) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিখোঁজের দুই দিন পর আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বানিয়াদী স্লুইসগেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওশানা সোনারগাঁ উপজেলার পেরাব এলাকার আবু সাঈদের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত।

ইছাপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এস আই) মাহবুব আলম জানান, ২৬ এপ্রিল বেলা আড়াইটার দিকে বানিয়াদী খেয়াঘাট পারাপারের সময় পাথরবোঝাই বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এ সময় মাঝিসহ ৯ যাত্রীকে স্থানীয় মাঝিরা উদ্ধার করতে পারলেও ডুবে যায় শিশু ওশানা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা চেষ্টা করেও নিখোঁজ শিশুর সন্ধান পাননি।

এ ঘটনায় ওশানার বাবা আবু সাঈদ রূপগঞ্জ থানায় মামলা করেন। পরে বাল্কহেডের চালকসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এসআই মাহবুব আলম বলেন, আজ সকালে স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলের পাশ থেকে ভাসমান অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার করা হয়। আইনগত কার্যক্রম শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।