নিয়োগপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ, ঈগলের এজেন্টশূন্য সোনাপুর কেন্দ্র

নাটোর জেলার মানচিত্র

নাটোর-৩ (সিংড়া) আসনে সিংড়ার চামাড়ি ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামের (ঈগল) এজেন্টের নিয়োগপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার সামনে এ ঘটনা ঘটে। এরপর আজ রোববার সকালে ভোট গ্রহণ শুরু হলেও সেখানে এজেন্ট দেখা যায়নি।

স্বতন্ত্র প্রার্থী (ঈগল) শফিকুল ইসলামের প্রধান এজেন্ট কামরুল হাসান বলেন, শনিবার রাত ৮টার দিকে তাঁদের এজেন্ট সানোয়ার হোসেন সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিয়োগপত্র জমা দিতে যান। এ সময় হঠাৎ নৌকার কর্মী কামরুল ইসলাম ওরফে ঝান্টুসহ চার থেকে পাঁচজন কর্মী প্রিসাইডিং কর্মকর্তার হাত থেকে নিয়োগপত্রগুলো ছিনিয়ে নেন। পরে বিদ্যালয়ের মাঠের এক কোণে ধরে নিয়ে গিয়ে  তাঁকে মারধর করে ছেড়ে দেন। আজ সকালে এজেন্টদের কেউ কেউ কেন্দ্রে যেতে সাহস করেননি। আর কেউ কেউ গিয়ে ফিরে এসেছেন। তবে কামরুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করেছেন।

আরও পড়ুন

নৌকা ছাড়া কারও এজেন্ট দেখতে পাইনি: সিইসি

হঠাৎ ফাঁকা, আবার হুট করে কেন্দ্র ভরে যাচ্ছে ভোটারে

ব্যালট ছিনিয়ে শিল্পমন্ত্রীর ছেলের জাল ভোট, কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল

এ ব্যাপারে প্রিসাইডিং কর্মকর্তা নূর আহম্মেদ শেখ বলেন, এজেন্ট তালিকা তিনি হাতে নেওয়ার আগেই ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। তবে ঈগলের এজেন্টরা আজ ভোট গ্রহণ শুরুর আগে কেন্দ্রে এলে তাঁদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। ওই ঘটনায় ভোট গ্রহণ ব্যাহত হয়নি।

সরেজমিন ওই কেন্দ্রে গিয়ে ঈগলের কোনো এজেন্টকে খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তার নজরে আনা হলে তিনি বলেন, হয়তো তাঁরা চলে গেছেন।
এদিকে আজ সকালে সিংড়ার শেরপুর ইউনিয়নের সমজান আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দিতে দেখা যায়। তবে ভোটার উপস্থিতি কম দেখা যায়। সকাল ৯টা পর্যন্ত এই কেন্দ্রে ৪ হাজার ১১১ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র ১৮৪ জন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নাজির উদ্দিন সরদার জানান, নারী ভোটাররা পরে আসবেন। এখানে নৌকার সব এজেন্ট থাকলেও একটি কক্ষে ঈগলের এজেন্ট নেই।