যৌন হয়রানির অভিযোগে নাটোরে আইটি সেন্টারের পরিচালক গ্রেপ্তার

যৌন হয়রানি
প্রতীকী ছবি

প্রশিক্ষণার্থীকে যৌন হয়রানির অভিযোগে নাটোরে সাজ্জাদুর রহমান (২৪) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত আটটায় ওই তরুণকে আটক করা হয়। এর আগে গতকাল সন্ধ্যায় ওই প্রশিক্ষণার্থীর বাবা বাদী হয়ে সাজ্জাদুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। আজ মঙ্গলবার সকালে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড হলে সাজ্জাদুরকে গ্রেপ্তার দেখানো হয়।
সাজ্জাদুর শহরের একটি ট্রেনিং সেন্টারের পরিচালক। আজ বেলা একটার দিকে তাঁকে আদালতে নেওয়া হয়েছে।

নাটোর সদর থানার পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি দশম শ্রেণির এক ছাত্রী কম্পিউটার প্রশিক্ষণ নিতে ভর্তি হয়। গত শনিবার সকাল আটটায় ওই প্রশিক্ষণার্থী ক্লাস করতে ট্রেনিং সেন্টারে যায়। ওই সময় সেখানে অন্য কেউ না থাকায় সাজ্জাদুর ওই প্রশিক্ষণার্থীকে তাঁর কক্ষে বসতে বলেন। একপর্যায়ে সাজ্জাদুর ওই প্রশিক্ষণার্থীকে যৌন হয়রানি করেন।

ভয় ও লজ্জায় ওই প্রশিক্ষণার্থী তাৎক্ষণিকভাবে ঘটনাটি তার পরিবারের সদস্যদের কাছে গোপন করে। তবে গতকাল সকালে সে বিষয়টি তার পরিবারকে জানায়। পরে সন্ধ্যায় ওই প্রশিক্ষণার্থীর পরিবারের সদস্যরা ট্রেনিং সেন্টারে গেলে সাজ্জাদুরের সঙ্গে তাঁদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় প্রতিষ্ঠানের সহকারী প্রোগ্রামার শরিফুল ইসলাম সদর থানায় ফোন করে সহযোগিতা চান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানার পর রাত আটটার দিকে সাজ্জাদুরকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ওই প্রশিক্ষণার্থীর বাবা লিখিত অভিযোগ দেন।

তবে অভিযোগের বিষয়ে সাজ্জাদুরের বাবা প্রথম আলোকে বলেন, বিষয়টি ষড়যন্ত্র হতে পারে। তাই তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ বলেন, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনার পর যৌন হয়রানির অভিযোগে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় সাজ্জাদুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।