নীলফামারী জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হচ্ছে শান্তিপূর্ণভাবে
দেশের অন্যান্য জেলা পরিষদের মতো নীলফামারী জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ সকাল নয়টা থেকে। জেলার ছয় উপজেলার ছয়টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলা পরিষদ নির্বাচনের ভোটার উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা। নীলফামারীতে এ ভোটার ৮৫৮ জন। এর মধ্যে সদর উপজেলায় ভোটার ২১১ জন। আজ সকাল ১০টার দিকে সদর উপজেলার রাবেয়া বালিকা বিদ্যানিকেতন ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, সেখানে ভোটারের উপস্থিতি কম। সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছিল ১৮টি। তবে কেন্দ্রে ভোটার কম হলেও কেন্দ্রের বাইরে উৎসুক জনতার বেশ ভিড় ছিল। তাঁদের বেশির ভাগই জনপ্রতিনিধি ভোটারদের কর্মী-সমর্থক।
নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, ছয় উপজেলায় ছয়টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলবে আজ বেলা দুইটা পর্যন্ত। প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিসাইডিং কর্মকর্তার নেতৃত্বে দুজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও চারজন করে পোলিং কর্মকর্তা কাজ করছেন। আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রতি উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম কাজ করছে। প্রতিটি কেন্দ্রে একজন করে পুলিশ পরিদর্শকের নেতৃত্বে ১০ জন করে পুলিশ সদস্য ও চারজন করে আনসার সদস্য নিয়োজিত আছেন। এ ছাড়া দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।