বগুড়ায় মজুত করা সরকারি ৬৩ বস্তা চালসহ একজন গ্রেপ্তার

সরকারি চাল
ফাইল ছবি

বগুড়া সদর উপজেলার একটি বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১ হাজার ৮৯০ কেজি (৩০ কেজি ওজনের ৬৩ বস্তা) চাল জব্দ করা হয়েছে। এ সময় মনিরুজ্জামান পলাশ নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শহরের সুলতানগঞ্জ পাড়ার ওহাব মণ্ডলের ছেলে।

মঙ্গলবার দুপুরে উপজেলার বারপুর বাঁশবাড়িয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজা পারভীন। এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো. মনিরুল হক ও খাদ্য পরিদর্শক কাজী হাসিবুল হাসান উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মনিরুজ্জামান এলাকার উপকারভোগীদের কাছ থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কেনাবেচায় জড়িত। তিনি ৬৩ বস্তা (৩০ কেজির বস্তা) চাল কিনে পরিচিত একজনের বাড়িতে অবৈধভাবে মজুত করেন। গোপন তথ্যের ভিত্তিতে আজ ওই বাড়িতে অভিযান ওই ৬৩ বস্তা চাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

বগুড়া সদর ইউএনও ফিরোজা পারভীন বলেন, মনিরুজ্জামান পলাশ দীর্ঘদিন ধরে সরকারি চাল অবৈধভাবে বেচাকেনায় জড়িত। তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেওয়া হয়েছে।