অভয়নগরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিহত যুবলীগ নেতা মুরাদ হোসেনছবি: সংগৃহীত

যশোরের অভয়নগর উপজেলায় যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে উপজেলার নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবলীগ নেতার নাম মুরাদ হোসেন (৩০)। তিনি উপজেলার নওয়াপাড়া গ্রামের মাহাবুব হোসেনের ছেলে। নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

মুরাদ হোসেনের বোন লিলি বেগম বলেন, তাঁর ভাই গতকাল রাতে উপজেলার নওয়াপাড়া স্টেশনবাজার থেকে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে নয়টার দিকে তিনি বাড়ির কাছে পৌঁছান। আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁর ভাইয়ের গতিরোধ করে। এরপর তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁর ভাইয়ের হাত, পা ও পেটে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে চলে যায়। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এসে তাঁকে উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আরও খারাপ হলে তাঁকে খুলনায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ মুরাদ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। নিহত যুবকের লাশের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।