যশোরে ঈদের দিন দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

যশোরের দুই উপজেলায় ঈদের দিন সন্ধ্যার পর পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হয়েছেন।

এর মধ্যে অভয়নগর উপজেলার শিবনগর গ্রামে শংকরপাড়া-আমতলা সড়কে একটি দুর্ঘটনা ঘটে। অপর দুর্ঘটনাটি ঘটেছে মনিরামপুর উপজেলার বেগারিতলা এলাকায় যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কে।

নিহত ব্যক্তিরা হলেন অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের শাফিনুর রহমান (৪০) এবং মনিরামপুর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের রাকিবুল ইসলাম ওরফে রাব্বি (২২)। শাফিনুর ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। রাকিবুল সেনাসদস্য হিসেবে রংপুর সেনানিবাসে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে অভয়নগরের ভাটপাড়া ফাঁড়ির পুলিশ জানায়, গতকাল ঈদের দিন রাতে শাফিনুর রহমান অভয়নগরের শংকরপাশা খেয়াঘাট থেকে একজন যাত্রী নিয়ে উপজেলার বগুড়াতলা গ্রামে যাচ্ছিলেন। রাত ১১টা ১০ মিনিটের দিকে মোটরসাইকেলটি উপজেলার শিবনগর গ্রামের বিলের মধ্যে আসে। এ সময় মোটরসাইকেল চালক সিগন্যাল লাইট জ্বালিয়ে সড়কের বাঁ পাশ থেকে ডান পাশের সড়কে ঢুকছিলেন। ঠিক এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চার আরোহী ছিটকে সড়কের ওপর পড়েন। শাফিনুর ঘটনাস্থলেই মারা যান। অন্য তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রায় তিন বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন রাকিবুল।পাঁচ দিনের ছুটিতে তিনি গত বুধবার গ্রামের বাড়িতে আসেন।

ভাটপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোকলেচুর রহমান বলেন, মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।

অপর দিকে গতকাল সন্ধ্যায় এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে মনিরামপুর উপজেলার সদর থেকে যশোর শহরের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলের পেছনের দিকে একজন নারী বসে ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলটি বেগারিতলা বাজার এলাকায় পৌঁছায়। এ সময় উপজেলার কুয়াদা বাজারের দিক থেকে একটি মোটরসাইকেল মনিরামপুর উপজেলা সদরের দিকে যাচ্ছিল। দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা তিনজন আরোহী মহাসড়কের ওপর ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাকিবুলকে মৃত ঘোষণা করেন। আহত দুজন হাসপাতালে ভর্তি আছেন।

রাকিবুল ইসলামের প্রতিবেশী শামিম হোসেন বলেন, প্রায় তিন বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন রাকিবুল। তিনি সর্বশেষ রংপুর সেনানিবাসে কর্মরত ছিলেন। পাঁচ দিনের ছুটিতে তিনি গত বুধবার গ্রামের বাড়িতে আসেন।

মনিরামপুর থানার এসআই প্রসেনজিৎ মল্লিক বলেন, ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।