মহাসমাবেশে যোগ দিতে ঢাকার পথে সিলেট বিএনপির নেতা-কর্মীরা

বিএনপির লোগো

২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশে যোগ দিতে রওনা দিয়েছেন সিলেট বিএনপির নেতা-কর্মীরা। ইতিমধ্যে দলটির অন্তত দেড় হাজার নেতা-কর্মী ঢাকায় পৌঁছেছেন। বাকিরা কাল বৃহস্পতিবার ও পরদিন শুক্রবারের মধ্যে ঢাকায় পৌঁছাবেন।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে নেমেছে বিএনপি। এর অংশ হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৮ অক্টোবর এক সম্মেলনে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেন। এতে জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের অংশ নেওয়ার কথা আছে।

আরও পড়ুন

বিএনপির নেতারা জানান, সিলেট জেলার ১৮টি ইউনিটের ৮ থেকে ১০ হাজার নেতা-কর্মী মহাসমাবেশে যোগ দেবেন। এর বাইরে মহানগর বিএনপির আরও কয়েক হাজার নেতা-কর্মী ঢাকায় যাবেন। সেই অনুযায়ী স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা প্রস্তুতি নিচ্ছেন। সবাই ব্যক্তিগতভাবে একক ও দলবদ্ধভাবে ট্রেন বা যাত্রীবাহী বাসে ঢাকায় যাচ্ছেন।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন প্রথম আলোকে বলেন, ব্যক্তিগতভাবে সবাইকে নিজেদের মতো করে ঢাকায় যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো বাস রিজার্ভ করে নয়; সবাই আলাদা আলাদাভাবে ঢাকায় যাওয়া শুরু করেছেন। শুক্রবার রাতের মধ্যেই সবাই ঢাকায় পৌঁছে যাবেন।

আরও পড়ুন

সিলেটের কয়েকটি উপজেলার নেতারা জানিয়েছেন, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে জেলা পর্যায়ের শীর্ষ নেতারা মুঠোফোনে উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। সবাইকে ব্যক্তিগতভাবে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। সেই অনুযায়ী তৃণমূলের নেতা-কর্মীরা ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অনেকে চলে গেছেন, কেউ কেউ পথে আছেন।

জেলা ও মহানগরের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসমাবেশকে সামনে রেখে সরকার দূরপাল্লার যানবাহন বন্ধ করে দিতে পারে, এমন আশঙ্কায় আগেভাবেই অনেকে ঢাকায় যাচ্ছেন। কর্মসূচিতে জেলার প্রতিটি উপজেলা ও মহানগরের প্রতিটি ওয়ার্ডের নেতা-কর্মীরা যোগ দেবেন। এর বাইরে দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও মহাসমাবেশে অংশ নেবেন। বাধাবিপত্তি ও পুলিশি হয়রানি এড়াতে সবাইকে আগেই ঢাকায় যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী প্রথম আলোকে বলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে ঢাকায় যাওয়ার ব্যাপারে মুঠোফোনে সব সময় আলোচনা হচ্ছে। সবাই খণ্ড খণ্ড দলে নিজেদের মতো করে ঢাকায় পৌঁছাবেন। পরে নেতা-কর্মীরা একত্র হয়ে নির্দিষ্ট একটি জায়গায় মিলিত হয়ে মিছিল সহকারে সকালেই মহাসমাবেশে যোগ দেবেন। কর্মসূচি সফল করতে সিলেট বিএনপি ব্যাপক তৎপরতা চালাচ্ছে।