কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় এক প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের টানকৃষ্ণনগর পশ্চিম পাড়া থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধার হওয়া ব্যক্তির নাম শাফিকুল ইসলাম (৪৩)। তিনি উপজেলার টানকৃষ্ণনগর পশ্চিম পাড়ার মৃত তারা মোল্লার ছেলে। কয়েক মাস আগে তিনি সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন।
নিহত শাফিকুলের বড় ভাই আহম্মদ মিয়ার দাবি, সব মিলিয়ে মনে হচ্ছে এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে কারা এই ঘটনা ঘটাতে পারে, এ ব্যাপারে ধারণা করতে পাচ্ছেন না।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, শাফিকুল ইসলাম ১৯ বছর সৌদি আরব ছিলেন। আট মাস আগে দেশে এসে স্ত্রী–সন্তান নিয়ে উপজেলার সরকারি হাজি আসমত কলেজ এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। গতকাল শনিবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর ঘরে ফেরেননি তিনি। আজ দুপুর ১২টার দিকে টানকৃষ্ণনগর পশ্চিম পাড়ায় গ্রামের বাড়ি পাশের একটি গাছে তাঁর লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
নিহত শাফিকুলের স্ত্রী আলেয়া বেগম বলেন, গতকাল বিকেল পাঁচটার দিকে তাঁর স্বামী ঘর থেকে বের হয়ে যান। যাওয়ার সময় মুঠোফোন নেননি। রাত হলে ঘরে না ফেরার চিন্তা তাঁদের বাড়ে। তখন স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাঁর সন্ধান পাননি। শেষ পর্যন্ত আজ দুপুরে গাছের সঙ্গে তাঁর লাশ পাওয়া গেল।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য লাশটি কিশোরগঞ্জে হাসপাতালের মর্গে পাঠানো হবে।