চুয়াডাঙ্গায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু

চুয়াডাঙ্গা জেলার মানচিত্র

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আনোয়ারা বেগম (৬২) নামের এক নারী নিহত হয়েছেন। আজ রোববার রাতে উপজেলার গোকুলখালী বাজারের সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা বেগম জামায়াতে ইসলামীর জেলার সাবেক আমির আনোয়ারুল হকের স্ত্রী। মেয়ের শ্বশুরবাড়ি থেকে তাঁরা মোটরসাইকেলে চুয়াডাঙ্গায় ফিরছিলেন।

নিহত আনোয়ারার ছোট ভাই হুসাইন মালিক জানান, আনোয়ারুল হক তাঁর স্ত্রী আনোয়ারা বেগমকে নিয়ে মেহেরপুরে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। সন্ধ্যায় সেখান থেকে মোটরসাইকেলে ফেরার পথে গোকুলখালী বাজারের সেতুর আগে একটি ছাগলকে বাঁচাতে গিয়ে তিনি জোরে ব্রেক করেন। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আনোয়ারা বেগম মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে আনোয়ারা বেগম মারা যান। আনোয়ারুল হকও সামান্য আহত হয়েছেন।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এ এস এম ফাতেহ আকরাম বলেন, হাসপাতালে ভর্তির আধা ঘণ্টা পর আনোয়ারা বেগম মারা যান। মাথায় বড় ধরনের আঘাতের কারণে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।