ফরিদপুরে নিখোঁজের এক দিন পর শ্রমিকের চোখ ওপড়ানো লাশ উদ্ধার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নিখোঁজের এক দিন পর নির্মাণশ্রমিকের চোখ ওপড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রূপাপাত বামনচন্দ্র উচ্চবিদ্যালয়ের পেছনের মেহগনি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
লাশ উদ্ধার হওয়া শ্রমিকের নাম মিজান শেখ (২৫)। তিনি উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত গ্রামের আহমেদ শেখের ছেলে। গত বুধবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন বলে জানান রূপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
বোয়ালমারী থানার ডহনগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) কবির আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই তরুণকে হত্যা করা হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। তাঁর ডান চোখ ওপড়ানো পাওয়া গেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মিজান শেখ বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও পাচ্ছিলেন না। গতকাল রাত সাড়ে ৮টার দিকে রুপাপাত বামনচন্দ্র উচ্চবিদ্যালয়ের পেছনে বাগানে মিজানের লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
এ ঘটনায় নিহত মিজানের মা নিহার বেগম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে আজ শুক্রবার সকালে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল ওহাব বলেন, আগের শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হতে পারে। লাশটি ময়নাতদন্তের জন্য আজ সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।