ফরিদপুর–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আজাদ ও আওয়ামী লীগের শামীমের গণসংযোগ
ফরিদপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ বলেছেন, ‘ফরিদপুরে একটা ভয়ের রাজনীতি কায়েম করা হচ্ছে। প্রতিনিয়ত আমার কর্মী-সমর্থকদের মারধর করা হচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ড করে ভয় দেখানো হচ্ছে। আমি নির্বাচিত হলে এই ফরিদপুর হবে শান্তির জেলা। কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি কর্মকাণ্ড ফরিদপুরে চলবে না।’
মঙ্গলবার সকালে ফরিদপুরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগ করেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। গণসংযোগ শেষে বক্তব্য দেন তিনি।
আজাদ আরও বলেন, ‘আজ যারা আমার কর্মী-সমর্থকদের ভয় দেখাচ্ছে, জুলুম করছে; তাদের বলতে চাই, ভয় দেখিয়ে লাভ নেই। ফরিদপুরের মানুষ প্রতিবাদ করতে জানে। মানুষ আগামী ৭ জানুয়ারি ব্যালটের মাধ্যমে তাঁদের রায় দেবেন। ইনশা আল্লাহ ঈগল মার্কা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে।’
এর আগে আজাদ ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের আনন্দবাজার ও পিঠাকুমড়া বাজারে গণসংযোগ করেন। পরে দুপুরে স্থানীয় খলিফা কামালের ইটের ভাটায় ট্রাক ড্রাইভার ইউনিয়নের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ কে আজাদের পাশাপাশি তাঁর সহধর্মিণী শায়মা আজাদও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার বিকেলে সদরের গেরদা ইউনিয়নের বাখুন্ডা কলেজ মাঠে উঠান বৈঠক করেন তিনি। শায়মা বলেন, এ কে আজাদ উন্নয়নে বিশ্বাসী। তিনি সংসদ সদস্য হতে পারলে সরকারে বরাদ্দের পাশাপাশি নিজ অর্থায়নে ফরিদপুরের উন্নয়নে কাজ করবেন।
শায়মা আরও বলেন, ‘আপনারা আমাদের আগে অনেকে দেখেননি। চিনতেনও না। তবু আপনারা আমাদের ভালোবাসেন। কারণ, আমার সাহেব, তাঁর কাছে চাকরির জন্য গেলে ফরিদপুরের নাম শুনেই চাকরি দিয়ে দেন।’ এর আগে সকালে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ওয়ারলেস পাড়া এলাকায় এবং পূর্ব খাবাসপুরে উঠান বৈঠক করেন শায়মা আজাদ।
ভোটারদের দ্বারে দ্বারে শামীম হক
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে তিনি সদরের অম্বিকাপুর ইউনিয়নের চর বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠক করেন। এরপর তিনি পাশের ঈশান গোপালপুর ইউনিয়নের একটি বিদ্যালয় মাঠে বক্তব্য দেন।
শামীম হক বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছেন। নৌকা প্রার্থী বিজয়ী হলে ফরিদপুরে উন্নয়ন হবে। নৌকা ছাড়া অন্য কোনো মার্কার প্রার্থী এলাকার উন্নয়ন করতে পারবে না।’
শামীম আরও বলেন, ঈশান গোপালপুর ইউনিয়নে এক লোক সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করছেন। তিনি চান না দেশে নির্বাচন হোক। তিনি বিএনপি-জামায়াতের অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে নির্বাচন ভন্ডুল করার চেষ্টা করছেন। তাঁর ব্যাপারে সতর্ক থাকার জন্য শামীম হক সবার প্রতি আহ্বান জানান।
এরপর শামীম হক মাচ্চর ইউনিয়নের পরাণপুরে এক উঠান বৈঠক করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক, সহসভাপতি শ্যামল ব্যানার্জি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।