কুমিল্লায় মহাসড়কে হঠাৎ চলন্ত মাইক্রোবাসে আগুন, অল্পে রক্ষা পেলেন ৫ যাত্রী
কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত একটি মাইক্রোবাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে উপজেলার নিমসার বাজার এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। চালক দ্রুত গাড়ি থামানোয় অল্পের জন্য রক্ষা পেয়েছেন পাঁচ যাত্রী।
এ ঘটনায় অন্য কোনো গাড়ি বা যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লিকেজের কারণে আগুনের সূত্রপাত হতে পারে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানান, বেলা দেড়টার দিকে মহাসড়কের নিমসার বাজার এলাকায় চলন্ত অবস্থায় যাত্রীবাহী ওই মাইক্রোবাসে আগুন ধরে যায়। এ সময় চালক দ্রুত রাস্তার পাশে গাড়িটি থামালে যাত্রীরা নেমে যান। মুহূর্তের মধ্যেই গাড়িটি পুড়ে যায়। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, দরজা খোলা অবস্থায় চলাচল করে বলে মানুষের কাছে যাত্রী পরিবহনের এসব গাড়ি দরজা খোলা মাইক্রোবাস নামে পরিচিত। মহাসড়কের কুমিল্লা অংশের বিভিন্ন এলাকায় এসব গাড়ি দাবড়ে বেড়াচ্ছে, যার বেশির ভাগেরই কোনো ফিটনেস নেই।
গাড়িটির চালক মো. সজীব মিয়া জানান, ক্যান্টনমেন্টের সৈয়দপুর এলাকার একটি সিএনজি পাম্প থেকে গ্যাস নেওয়ার পর পাঁচজন যাত্রী নিয়ে চান্দিনার উদ্দেশে রওনা দেন। একপর্যায়ে নিমসার বাজার এলাকায় পৌঁছালে ইঞ্জিনের গিয়ার বক্সের মধ্যে হঠাৎ আগুন ধরে যায়। টের পেয়ে তাৎক্ষণিকভাবে সড়কের পাশে গাড়িটি থামিয়ে যাত্রীদের দ্রুত নামতে বলেন। এর কয়েক মিনিটের মধ্যে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এলেও গাড়িটি রক্ষা করা যায়নি।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে আমরা ঘটনাস্থলে যাই। ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসে এবং পুড়ে যাওয়া গাড়িটি তারাই (মালিকপক্ষ) সরিয়ে নিয়ে যায়। কী কারণে আগুন লেগেছে, সেটা বিস্তারিত না জেনে বলা যাচ্ছে না। গাড়িটির ফিটনেস ছিল কি না, সেটাও কাগজপত্র না দেখে বলা যাবে না।’