টেকনাফে ১ কেজি ৬৫ গ্রাম আইস ও ১০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আইস নামে পরিচিত ১ কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের একটি মাছের খামারের পাশ থেকে এসব মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় দীল মোহাম্মদ (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় আইস ছাড়াও তাঁর কাছ থেকে ১০ হাজার ইয়াবা, দেশে তৈরি একটি বন্দুক (এলজি) ও দুটি গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার দীল মোহাম্মদ পশ্চিম লেদা এলাকার বাসিন্দা।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, সোমবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা হ্নীলার কক্সবাজার-টেকনাফ মহাসড়কের আনোয়ার মৎস্য খামার এলাকায় অবস্থান নেন। রাত সাড়ে ১২টার দিকে টহল দল সন্দেহভাজন ৪ থেকে ৫ ব্যক্তিকে আনোয়ার মৎস্য খামারের পাশ দিয়ে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক অতিক্রম করে রঙ্গীখালী এলাকায় পাহাড়ের দিকে যেতে দেখে। টহল দল সন্দেহভাজন ব্যক্তিদের চ্যালেঞ্জ করলে তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় দীল মোহাম্মদ নামের একজনকে বিজিবির সদস্যরা ধরে ফেলেন। এরপর তাঁর দেহ তল্লাশি করে আইস, ইয়াবা ও অস্ত্র পাওয়া যায়। মাদক পাচারের সঙ্গে যুক্ত অন্যরা পালিয়ে যান।

মো. মহিউদ্দীন আহমেদ আরও বলেন, জব্দ করা মাদক, অস্ত্র ও গ্রেপ্তার আসামিকে থানায় হস্তান্তর করা হবে। এর আগে নিয়মিত মামলা করা হবে।