গতিশীল রাষ্ট্রের সঙ্গে বিচার বিভাগকেও গতিশীল করতে হবে: প্রধান বিচারপতি

শেরপুর জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ বৃহস্পতিবার দুপুরে
ছবি: প্রথম আলো

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সমৃদ্ধির দিকে যাচ্ছে। যত প্রতিকূলতাই আসুক না কেন, এই দেশ এগিয়ে যাচ্ছে। সাথে সাথে বিচার বিভাগকেও সমানতালে এগিয়ে নিয়ে যেতে হবে। একটি গতিশীল রাষ্ট্রের সঙ্গে বিচার বিভাগকেও গতিশীল করতে হবে।’

আজ বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলা আইনজীবী সমিতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমিতির হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এম কে মুরাদুজ্জামান।

বিচার বিভাগ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ—স্মরণ করিয়ে দিয়ে অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা যদি বিচার বিভাগকে সময়োপযোগী করে গতিশীলতার সঙ্গে এগিয়ে নিতে না পারি, তবে আলটিমেটলি (শেষ পর্যন্ত) রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে গণতন্ত্র, ক্ষতিগ্রস্ত হবে আইনের শাসন। সেই জন্য রাষ্ট্রের অন্য অঙ্গগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে, সেভাবে সবাই মিলে বিচার বিভাগকেও গতিশীল করতে ও এগিয়ে নিতে হবে।’

আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, কঠোর পরিশ্রম, সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে পেশাগত কাজ করতে হবে। সততাকে ধর্মের মতো ধারণ করতে হবে। সেই সঙ্গে বিচারপ্রার্থী মানুষের সঙ্গে মানবিক আচরণ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানান তিনি।

শেরপুরের আদালত প্রাঙ্গণে ‘ন্যায়কুঞ্জ’ নামের একটি বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান বিচারপতি
ছবি: প্রথম আলো

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন।

এর আগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শেরপুরের আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য ‘ন্যায়কুঞ্জ’ নামের একটি বিশ্রামাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি বলেন, ‘দেশে গত বছর মামলা দায়েরের চেয়ে নিষ্পত্তি হয়েছে বেশি। গত বছর বিচার বিভাগ আট লাখের বেশি মামলা নিষ্পত্তি করেছে। আর মামলা দায়ের হয়েছে সাত লাখের কিছু বেশি। এ ছাড়া গত বছর সুপ্রিম কোর্ট ১৫৫টি ডেথ রেফারেন্স নিষ্পত্তি করেছে, যা ৫০ বছরেও হয়নি। আমরা বিচার বিভাগের কর্মকর্তারা, আইনজীবী ও আইনজীবী সহকারীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিচার বিভাগকে গতিশীল করার জন্য চেষ্টা করছি।’

এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান, জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুস সবুর মিনা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম হুমায়ুন কবীরসহ বিচার বিভাগের কর্মকর্তা ও জেলা আইনজীবী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে শেরপুর জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক অভিভাষণ দেন। এতে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ।