বান্দরবানে ৩ বছরের শিশুকে ধর্ষণের দায়ে তরুণের যাবজ্জীবন কারাদণ্ড

আদালত
প্রতীকী ছবি

বান্দরবানে তিন বছরের ছেলেশিশুকে ধর্ষণের দায়ে এক তরুণকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার ১ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে, অনাদায়ে ১ বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে। আজ সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম শরীফুল ইসলাম (১৮)। তিনি বান্দরবানের আলীকদম উপজেলার বাসিন্দা। রায় ঘোষণার সময় শরীফুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে, ২০১৯ সালের ১৪ আগস্ট শরীফুল ইসলাম তিন বছরের ওই শিশুকে বাড়ির পাশের একটি নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করেন। পরে শরীফুল সেখান থেকে পালিয়ে যান। এ ঘটনায় ৪ সেপ্টেম্বর ওই শিশুর বাবা আলীকদম থানায় মামলা করেন। পরে ওই দিনই পুলিশ শরীফুলকে গ্রেপ্তার করে। একই বছরের ৪ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র জমা দেন।

রাষ্ট্রপক্ষের বিশেষ কৌসুঁলি বাসিংথুইয়াই মারমা বলেন, শরীফুল ১৬৪ ধারায় ধর্ষণের অভিযোগ স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দিয়েছিলেন। একই সঙ্গে পুলিশের তদন্ত, ১১ জন সাক্ষীর সাক্ষ্য ও পারিপার্শ্বিক পরিবেশ বিবেচনায় সন্দেহাতীতভাবে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।