ইটের স্তূপ ধসে পড়ল টিনশেডের ওপর, দম্পতি নিহত

নরসিংদীতে ইটের স্তূপ ধসে এক বৃদ্ধ দম্পতি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার ছগরিয়াপাড়া এলাকায়ছবি: প্রথম আলো

নরসিংদীতে ইটের স্তূপ ধসে টিনশেড ঘরের ওপর ধসে পড়েছে। আর ওই ঘরের নিচে চাপা পড়ে এক বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে সদর উপজেলার চরাঞ্চল নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দম্পতি হলেন, নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়া এলাকার কালু মিয়া (৭৫) ও তাঁর স্ত্রী সবমেহের বেগম (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গতকাল সোমবার দিনভর বৃষ্টি হয়। এর মধ্যেই আজ সকালে ছগরিয়াপাড়া এলাকায় ইটের স্তূপটি পাশে ঘরের ওপর ধসে পড়ে। ইটের ওই বিশাল স্তূপ ঘরটির ওপর ধসে পড়ে। এতে ওই ঘরের টিনের বেড়া ও চালা ভেঙে চাপা পড়েন ওই দম্পতি। পরে প্রতিবেশীরা ওই ইট, বেড়া ও চালা সরিয়ে কালু মিয়া ও তাঁর স্ত্রী সবমেহের বেগমের লাশ উদ্ধার করেন। খবর পেয়ে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদসহ একদল পুলিশ ঘটনাস্থলে যায়।

নিহত দম্পতির ছেলে ইব্রাহিম মিয়া বলেন, ‘ঘরের ঠিক পাশে এসব ইট স্তূপ করে রেখেছিলেন আব্বাস উদ্দীন নামের একজন ব্যবসায়ী। তিনি ইট-বালুর ব্যবসা করেন। আমাদের ঘরের পাশে এভাবে ইট স্তূপ করে না রাখার জন্য বিভিন্ন সময় তাঁকে জানিয়েছিলাম। তিনি আমাদের আপত্তি কানে তোলেননি। এ কারণেই আজ আমি আব্বা-আম্মাকে হারালাম।’

আব্বাস উদ্দীনের বাড়ি পাশের করিমপুর ইউনিয়নে। এ বিষয়ে জানতে ব্যবসায়ী আব্বাস উদ্দীনের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি মুঠোফোন ধরেননি।

শফিকুল ইসলাম (৭৫) নামের একজন প্রতিবেশী জানান, এর আগেও আব্বাসের ইটের স্তূপ ধসে তাঁর বাড়ির দেয়াল ভেঙে পড়েছিল। তাঁকে অনুরোধ করেছিলেন, ইটগুলো অন্তত দুই হাত দূরে স্তূপ করে রাখতে। কিন্তু তিনি শোনেনি। তিনি পয়সাওয়ালা মানুষ; তাই বাধা দিতেও পারেননি।

নজরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল হক (স্বপন) বলেন, ‘স্বামী-স্ত্রীর দুর্ভাগ্যজনক মৃত্যুর এ ঘটনায় স্তূপ করে রাখা ইটের মালিকের যদি কোন অবহেলা থেকে থাকে, তাহলে অবশ্যই তার শাস্তি হওয়া দরকার। শুনেছি, এভাবে ইট স্তূপ করে রাখার বিষয়ে ওই পরিবার থেকে অনেকবার আপত্তিও জানানো হয়েছিল। আমি নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলছি, তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, নিহত দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।