কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ১০ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় এ মৃত ডলফিনটি ভেসে এসেছে
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের বালুচরে একটি ১০ ফুট দৈর্ঘ্যের ইরাবতী প্রজাতির মৃত ডলফিন ভেসে এসেছে। আজ বৃহস্পতিবার সকালে কুয়াকাটার সৈকতের মিরাবাড়ি পয়েন্টে ডলফিনটি স্থানীয় লোকজন দেখতে পান। এরপর বেলা ২টার সময় ডলফিনটি উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা আবুল হোসেন জানান, বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। এর মধ্যে ঢেউয়ের সঙ্গে তীরে ভেসে এসেছে মৃত ডলফিনটি। এর শরীরের সম্পূর্ণ চামড়া উঠে গেছে। দেখে মনে হয়, হয়তো গত দুই-তিন দিন আগে ডলফিনটি মারা গেছে।

কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর এলাকার জেলেদের সচেতন করতে কাজ করেন কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এর দলনেতা রুমান ইমতিয়াজ (তুষার) বলেন, ‘খবর পাওয়ার পর বন বিভাগ ও স্থানীয় লোকজনের সহায়তায় আমাদের সদস্যরা ডলফিনটি উদ্ধার করেন। এরপর নিরাপদ স্থানে ডলফিনটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’  

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, তাঁরা স্থানীয়দের মাধ্যমে মৃত ডলফিন ভেসে আসার খবর শুনেছেন। যাতে দুর্গন্ধ না ছড়ায়, সে জন্য দ্রুত ডলফিনটি উদ্ধার করার পর মাটি চাপা দেওয়া হয়েছে।