তুরাগের টলটলে জলে নৌকাবিলাস

তুরাগ নদে পানি বেড়েছে। নৌকায় করে নদ পারপারের পাশাপাশি অনেকে ঘুরে বেড়ান। ছবিটি শুক্রবার দুপুরে গাজীপুরের টঙ্গী বাজার খেয়াঘাট থেকে তোলা
ছবি: প্রথম আলো

নীল আকাশে তুলার মতো ভেসে বেড়াচ্ছে সাদা মেঘ। কখনো রোদ, কখনোবা মেঘের ছায়া এসে পড়ছে তুরাগ নদের টলটলে জলে। সে জলে যাত্রী নিয়ে ভাসছে একাধিক নৌকা। কেউ ঘুরতে, কেউবা নৌকায় চড়েছেন নদ পারাপারের জন্য। নদের ঢেউখেলা জল, ঝিরিঝিরি বাতাস আর রৌদ্রছায়ার খেলায় তৈরি হয়েছে অপরূপ পরিবেশের।

এ চিত্র তুরাগ নদের গাজীপুরের টঙ্গী বাজার খেয়াঘাট এলাকায়। বর্ষার এই শেষ সময়ে পানিতে ভরা পুরো নদ। আর তাই নদের বুকে ভেসে বেড়াচ্ছে অসংখ্য নৌকা। ঘাটের প্রায় ২২ বছরের পুরোনো মাঝি মো. মান্নান (৪৫)। কয়েকজন যাত্রী নিয়ে নাও ভাসালেন খেয়াঘাটের টঙ্গী অংশ থেকে। লগির ভরে নৌকা ভাসাতেই দখিনা বাতাস এসে দোল দেয় নৌকায়। গন্তব্য নদের ওপার ‘আইচি হাসপাতাল’ ঘাট।

কথা হয় মাঝি মান্নানের সঙ্গে। তিনি বলছিলেন, তুরাগ নদ পানিতে ভরপুর থাকে চার থেকে পাঁচ মাস। তখন নদ দেখতে বা ঘুরতে আসেন অনেকে। মাঝিরাও শান্তিতে নৌকা চালাতে পারেন। তাঁদের উপার্জন বাড়ে। কিন্তু শুষ্ক মৌসুম আসতেই পানি কমে যায়। সঙ্গে যোগ হয় কলকারখানার দূষিত পানির দুর্গন্ধ। নদের অবস্থা এতটাই খারাপ হয় যে মানুষ ঘুরতে আসা দূরের কথা, নদই পার হতে চান না। তখন তাঁদের জীবিকায় টান পড়ে। মান্নানের ভাষ্য, এখন খেয়াঘাটে নৌকা আছে মোট ৫৭টি। বর্ষা শুরুর আগে যাত্রী কম থাকায় এই সংখ্যা ছিল মাত্র ৩০।

তবে কিছুটা সময়ের জন্য সব নেতিবাচক দিক ভুলে থাকতে চাইলেন যাত্রী হাবিবুর রহমান। একটি সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন তিনি। তিনি বলেন, তাঁর বাসা টঙ্গী বাজার এলাকায়। এই নদের সঙ্গে তাঁর শৈশব-কৈশোর মিলেমিশে একাকার। ছোটবেলায় এ নদে মাছ ধরতেন। বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতেন। ভরা মৌসুমে নদের পানি, ঢেউ আর দখিনা বাতাসে যেন কিছুটা সময়ের জন্য তিনি হারিয়ে গিয়েছিলেন।

হাবিবুর রহমান বলেন, ‘নদীকে ঘিরে ছোটবেলার যে স্মৃতি, তা কোনো দিনও ভুলতে পারিনি। সময় পেলে মাঝেমধ্যেই পরিবার-বন্ধুদের নিয়ে নদের পাশে বসে সময় কাটাই। বিশেষ করে বছরের এই সময়টায়। এ সময়ে পানি বেশি থাকে। কোনো দুর্গন্ধ থাকে না। তাই ঘুরেও আনন্দ পাওয়া যায়।’

নদ পার হতে হতেই দেখা গেল পাড়ে গোসল করতে আসা শিশু-কিশোরের ঢল। বাদ্যযন্ত্র বাজিয়ে নৌকাভ্রমণে আসা তরুণ-কিশোরের দলও দেখা গেল। নদে থাকা মাছ ধরার ছোট ছোট নৌকা, তীরের নৌকা, মাছ ধরার জাল, যাত্রী আর ঘুরতে আসা মানুষের পদচারণে মুখর নদের চারদিক।